কলকাতা, 3 ফেব্রুয়ারি: কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর উপস্থিতিতেই উপনির্বাচন হবে মুর্শিদাবাদের সাগরদিঘি বিধানসভা কেন্দ্রে (Central Force for Sagardighi Bypoll) ৷ একথা ইতিমধ্যেই স্পষ্ট করে দিয়েছে নির্বাচন কমিশন ৷ নির্ঘণ্ট অনুসারে, আগামী 27 ফেব্রুয়ারি ফের ভোটের লাইনে দাঁড়াবেন সাগরদিঘির মানুষ ৷ তার বেশ খানিকটা সময় আগে, আগামী 12 ফেব্রুয়ারি রাজ্যে আসছে 17 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ৷ ভোটের সময় এই 17 কোম্পানি বাহিনীর পুরোটাই সাগরদিঘিতে মোতায়েন থাকবে ৷ অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন ৷
এদিকে, উপনির্বাচনের কাজের জন্য নিয়োগ করা হয়েছে তিনজন পর্যবেক্ষক ৷ এঁরা হলেন একজন সাধারণ পর্যবেক্ষক, একজন পুলিশ পর্যবেক্ষক এবং একজন ব্যয় পর্যবেক্ষক ৷ এঁদের মধ্যে প্রথম দু'জন রাজ্যে এসে পৌঁছবেন আগামী 7 তারিখ ৷ তৃতীয়জন আসবেন তাঁদেরও একদিন আগে, অর্থাৎ আগামী 6 ফেব্রুয়ারি ৷ কমিশন সূত্রে জানা গিয়েছে, কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, পর্যবেক্ষক নিয়োগ তো থাকছেই ৷ এর পাশাপাশি, উপনির্বাচনের সময় সবক'টি বুথেই সিসিটিভি ক্যামেরায় লাগাতার নজরদারি চলবে ৷