পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মুর্শিদাবাদে নতুন করে কোরোনায় আক্রান্ত 15 - কোরোনা ভাইরাসের সতর্কতায় মুর্শিদাবাদ প্রশাসন

মুর্শিদাবাদের নতুন করে কোরোনায় আক্রান্ত 15 জন । এখনও পর্যন্ত জেলায় 288 জন আক্রান্ত হয়েছে । 92 জনের চিকিৎসা চলছে । 7 জন মৃত ।

15 new covid positive cases found in murshidabad
15 new covid positive cases found in murshidabad

By

Published : Jul 17, 2020, 10:50 PM IST

বহরমপুর, 17 জুলাই : জেলায় নতুন করে কোরোনায় আক্রান্ত আরও 15 জন । আক্রান্তদের তালিকায় প্রশাসনের 2 আধিকারিকসহ 1 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল 288 জন । বহরমপুর মাতৃসদন কোভিড হাসপাতালে চিকিৎসা চলছে 92 জনের। এখনও পর্যন্ত জেলায় কোরোনা আক্রান্তের মৃত্যু হয়েছে 7 জনের।

আক্রান্তদের মধ্যে 11 জন জঙ্গিপুর মহকুমার বাসিন্দা । বাকি চারজন ডোমকলের বাসিন্দা ৷ এদিকে বহরমপুর পৌরসভা এলাকায় আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে । তাই জেলা প্রশাসনিক কর্তাদের উদ্বেগ বাড়ছে ।

প্রশাসনের তরফ থেকে জানান হয়েছে, শহরে ইতিমধ্যে 10 টিরও বেশি কনটেইনমেন্ট জ়োন ঘোষণা করা হয়েছে । কড়া নিরপত্তা ব্যবস্থা জারি হয়েছে । বহু এলাকার দোকান বন্ধ করে সিল করে দেওয়া হয়েছে এলাকা । বিপজ্জনক এলাকায় বাইরে থেকে কাউকে ঢুকতে বা এলাকার লোককে বাইরে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে ।

রবিবার আরও 100 বেডের অপর একটি কোভিড হাসপাতাল খোলা হচ্ছে বলে জানিয়েছেন জেলাশাসক জগদীশ প্রসাদ মিনা । তিনি জানিয়েছেন, “জেলায় কোরোনা আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় মাতৃ সদন কোভিড হাসপাতালে বেড সংকুলান কম পড়তে শুরু করে । তাই পরিত্যক্ত সদর হাসপাতালের পুরুষ ও মহিলা বিভাগে চালু করা হচ্ছে দ্বিতীয় কোভিড হাসপাতাল ।”

ABOUT THE AUTHOR

...view details