বহরমপুর, 4 সেপ্টেম্বর: 14 দিনের সিআইডি হেফাজত (14 days CID custody) দেওয়া হয়েছে এনামূল ঘনিষ্ঠ জেনারুল শেখকে ৷ শনিবার সন্ধেয় মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থেকে তাকে আটক করে সিআইডি ৷ এরপর আজ জেনারুলকে গ্রেফতার করা হয় ।
জানা গিয়েছে, ভারত-বাংলাদেশ সীমান্তে আটক করা গরুগুলি ফের কিনে সেগুলি নিলাম করে পাচার করত এই ব্যক্তি ৷ মৃত গরু দেখিয়ে পাচারের অভিযোগ রয়েছে জেনারুলের বিরুদ্ধে । রঘুনাথগঞ্জের একটি মামলার পুনরায় তদন্ত করতে গিয়ে গোয়েন্দারা জানতে পারেন সীমান্তে আটক হওয়া প্রায় 1700টি গরুকে 'মৃত' বলে দেখিয়ে বাংলাদেশে পাচার করে দেওয়া হয়েছে ।
মূলত, 2019 সালে রঘুনাথগঞ্জ সীমান্ত থেকে 1700টিরও বেশি গরু আটক করে বিএসএফ । সেই উদ্ধার হওয়া গরু 'আনক্লেইমড' দেখিয়ে তদন্ত শুরু করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ । গরুগুলিকে স্থানীয় একটি খোঁয়াড়ে রাখা হয় । কিন্তু আশ্চর্যজনকভাবে কয়েকদিনের মধ্যেই সেই গরুগুলি উধাও হয়ে যায় ৷ পুলিশ আদালতে জানায় অধিকাংশ গরু মারা গিয়েছে । অথচ সেই মৃত দেখানো গরুগুলিকে রাতের অন্ধকারে বিক্রি করে দেওয়া হয় বলে গোয়েন্দা সূত্রে খবর । রহস্যের তদন্তে নেমেই জেনারুল শেখকে গ্রেফতার করল সিআইডি ।
আরও পড়ুন:পাথরবোঝাই ট্রাকে ওষুধপাচারের চেষ্টা, গ্রেফতার এক বাংলাদেশি-সহ দুই
রবিবার তাকে জঙ্গিপুর মহুকুমা আদালতে তোলা হয় । 14 দিনের সিআইডি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক । অভিযুক্ত জেনারেল শেখের আইনজীবী বলেন, "এই মামলার সঙ্গে আমার মক্কেল কোনভাবেই জড়িত নয় ।"
গরুপাচার কাণ্ডে 14 দিনের সিআইডি হেফাজত এনামূল-ঘনিষ্ঠ জেনারুলের