মুর্শিদাবাদ, 28 ডিসেম্বর : জুয়ার ঠেকে হানা দিয়ে 12 জনকে গ্রেফতার করল সামশেরগঞ্জ থানার পুলিশ (12 Gambler Arrested in a Police Raid) ৷ সেই সঙ্গে 2 লক্ষ 14 হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে ৷ সোমবার সন্ধ্যায় মুর্শিদাবাদের সামশেরগঞ্জের বাসুদেবপুরে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি আমবাগানে জুয়ার আসর বসেছিল বলে অভিযোগ ৷ পুলিশ গত কয়েকদিন ধরেই নজর রাখছিল ৷ স্থানীয়রাই জুয়ার বিষয়টি পুলিশে জানান ৷ এর পর পুলিশ সেই জুয়ার ঠেকে অভিযান চালায় (Police Raid at Gambling Den) ৷
Police Arrest 12 Gambler : সামশেরগঞ্জে জুয়ার ঠেকে পুলিশি হানায় গ্রেফতার 12 জন, উদ্ধার 2 লক্ষ টাকা - Police Raid at Gambling Den
সামশেরগঞ্জে জুয়ার ঠেকে পুলিশের হানা ৷ সেখান থেকে 12 জনকে গ্রেফতার করেছে পুলিশ (12 Gambler Arrested in a Police Raid) ৷ সেই সঙ্গে 2 লক্ষ 14 হাজার টাকা বাজেয়াপ্ত করেছে পুলিশ ৷ 34 নম্বর জাতীয় সড়কের পাশে একটি আমবাগানে এই ঠেক চলছিল বলে জানা গিয়েছে (Police Raid at Gambling Den) ৷
![Police Arrest 12 Gambler : সামশেরগঞ্জে জুয়ার ঠেকে পুলিশি হানায় গ্রেফতার 12 জন, উদ্ধার 2 লক্ষ টাকা 12 Gambler Arrested in a Police Raid](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-14028478-1087-14028478-1640668030049.jpg)
12 Gambler Arrested in a Police Raid
আরও পড়ুন :শিলিগুড়িতে পুলিশের জালে বেআইনি অনলাইন জুয়া চক্রের 5
জানা গিয়েছে, পুলিশ প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে বেশ কয়কেদিন ধরে সামশেরগঞ্জের বিভিন্ন জায়গায় জুয়ার ঠেক গজিয়ে উঠেছিল ৷ পুলিশের কাছে সেই খবর পৌঁছলেও, তাঁদের কাছে কোনও সূত্র ছিল না ৷ সোমবার সন্ধ্যায় গোপন সূত্রে খবর পেয়ে বাসুদেবপুরে 34 নম্বর জাতীয় সড়ক সংলগ্ন একটি আমবাগানে হানা দেয় পুলিশ ৷ সেখানেই জুয়ার ঠেক বসেছিল ৷ মোট 12 জনকে সেখান থেকে গ্রেফতার করা হয় ৷ সেই সঙ্গে বাজেয়াপ্ত করা হয়েছে 2 লক্ষ 14 হাজার টাকা ৷