বহরমপুর , 21 অক্টোবর : মুর্শিদাবাদে নতুন করে আক্রান্ত হল 101 জন । এই নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে হল 7 হাজার 47 জন । কোরোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছে 822 জন । এখনও পর্যন্ত জেলায় সুস্থ হয়েছে 6 হাজার 170 জন । অন্য়দিকে , জেলায় মৃতের সংখ্যা 80 ছাড়িয়েছে ।
মুর্শিদাবাদে একদিনে আক্রান্তের সংখ্যা 100 ছাড়াল - মুর্শিদাবাদে কোরোনা আক্রান্তের সংখ্য়া
জেলায় গত একমাসে দৈনিক আক্রান্তের সংখ্যা 90-এর আশপাশে ছিল । মঙ্গলবার তা একশো ছাড়াল ।
ছবিটি প্রতীকী
পুজোর আগেই আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করায় স্বাস্থ্য বিভাগে ও প্রশাসন মহলে উদ্বেগ বাড়ছে । জেলায় গত একমাসে দৈনিক আক্রান্তের সংখ্যা 90-এর আশপাশে ছিল । মঙ্গলবার তা একশো ছাড়াল ।
উৎসবের মরশুমে আক্রান্ত বাড়ছে । আর তা রীতিমতো উদ্বেগ বাড়াচ্ছে । পুজোর দিনগুলিতে কঠোর বিধিনিষেধ না থাকলে এই সংখ্যা আরও বাড়বে বলেই আশঙ্কা জেলা স্বাস্থ্যবিভাগের । তাই কোভিড হাসপাতালে বেডের সংখ্যা ও IC-তে বেডের সংখ্যা বাড়ানো হচ্ছে বলে জেলা স্বাস্থ্যবিভাগ সূত্রে জানানো হয়েছে ।