সামশেরগঞ্জ, 16 মে : ফের বোমা উদ্ধার সামশেরগঞ্জ থানার পুরাতন ডাকবাংলা এলাকায় । রেললাইনের ধারে একটি বাড়ির পিছনে থেকে এই বোমাগুলি উদ্ধার করে পুলিশ ৷ মোট দশটি বোমা উদ্ধার হয় ।
কে বা কারা বোমাগুলি মজুত করেছিল খতিয়ে দেখছে পুলিশ । বোমাগুলি নিস্ক্রিয় করতে ডাকা হয়েছে বম্ব স্কোয়াডকে । ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায় । মুর্শিদাবাদের জঙ্গিপুর ও সামশেরগঞ্জ বিধানসভায় নির্বাচন স্থগিত রয়েছে । নির্বাচন না হওয়ায় সামশেরগঞ্জে রাজনৈতিক উত্তেজনা এখনও কমেনি । তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যেও উত্তেজনা প্রবল । এদিকে রাজ্যজুড়ে 15 দিনের কার্যত লকডাউন । আর এরই মধ্যে রেললাইনের ধার থেকে বোমা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ।