মালদা, 23 জানুয়ারি: 'দিদির সুরক্ষাকবচ' কর্মসূচিতে (Didir Suraksha Kavach) গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন 'দিদির দূত' জেলা পরিষদের সভাধিপতি । তাঁকে টানতে টানতে নিয়ে গিয়ে দেখানো হল একাধিক রাস্তাঘাট । চোর চোর বলে ক্ষোভের সুরও শোনা গেল ক্ষিপ্ত জনতার গলায় । "চোরেদের টিকিট দেওয়া হবে না । আমি কথা দিচ্ছি ।" পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এমনই মন্তব্য করতে হল খোদ জেলা পরিষদের কর্মাধ্যক্ষকে ।
আজ দুপুরে ইংরেজবাজারের বিনোদপুর গ্রাম পঞ্চায়েতের সাট্টারি এলাকায় দিদির রক্ষাকবচ কর্মসূচিতে যান জেলা পরিষদের সভাধিপতি এটিএম রফিকুল হোসেন । সঙ্গে ছিলেন জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহ-সহ অন্যান্য নেতাকর্মীরা । ওই এলাকায় দিদির সুরক্ষাকবচের কথা বলতে গিয়েই সাধারণ মানুষ 'দিদির দূত' জেলা পরিষদের সভাধিপতিকে ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন । একগুচ্ছ অভিযোগের মধ্যে 'চোর' বলেও কটাক্ষ করতেও শোনা যায় স্থানীয় বাসিন্দাদের । বিক্ষুদ্ধ স্থানীয় বাসিন্দাদের অনেকেই আবার নিজেদের তৃণমূল কর্মী বলে পরিচয় দেন ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসতে হয় জেলা পরিষদের কর্মাধ্যক্ষ প্রতিভা সিংহকে । গ্রামবাসীদের শান্ত করতে তিনি বলেন, "যারা চোর আছে, তারা টিকিট পাবে না ।" কিন্তু তাঁর এই কথাতেও শান্ত হননি স্থানীয় বাসিন্দারা । পরে ক্ষিপ্ত গ্রামবাসীরা জেলা সভাধিপতিকে ঘেরাও করে একের পর রাস্তা দেখাতে নিয়ে যান । আবাস যোজনার নথিপত্র নিয়ে এসেও দেখান । বিকেলে ফিরে এসে একসঙ্গে বসার কথা বলে কোনোরকমে এলাকা থেকে বেড়িয়ে আসেন তাঁরা ।