পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

জলসা দেখে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক, জেলাজুড়ে বোমা-গুলির ঘটনায় আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন

Youth Shot in Malda: শৌচকর্ম করার সময় দুষ্কৃতীদের বসে থাকতে দেখে পালাতে গিয়ে তাদেরই ছোড়া গুলিতে আহত হলেন যুবক ৷ মালদার কালিয়াচকের ঘটনা ৷

Etv Bharat
প্রতীকী ছবি

By ETV Bharat Bangla Team

Published : Dec 27, 2023, 2:57 PM IST

আহত যুবকের শ্বশুরের বক্তব্য

মালদা, 27 ডিসেম্বর: জলসা শুনে বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ যুবক । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় । খবর পেয়ে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ । আহত যুবক মালদা মেডিক্যালে চিকিৎসাধীন ৷

জানা গিয়েছে, গুলিবিদ্ধ যুবকের নাম জাবেদ শেখ । বয়স 27 বছর । বাড়ি শাহবাজপুর গ্রাম পঞ্চায়েতের বাগুনটোলা এলাকায় । পরিবার সূত্রে খবর, মঙ্গলবার রাতে জাবেদ বাড়ি থেকে খানিক দূরে জলসা শুনতে গিয়েছিলেন । ফেরার পথে শৌচকর্ম করার উদ্দেশ্যে একটি ভুট্টা খেতে যান । সেই সময় সেখানে কয়েকজন দুষ্কৃতী জাবেদকে দেখেই হুমকি দিতে শুরু করে । তিনি পালানোর চেষ্টা করলে পিছনে থেকে এক রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা । সেই গুলি জাবেদের কোমরে লাগে । স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মালদা মেডিক্যালে ভর্তি করেন । বর্তমানে সেখানেই চিকিৎসাধীন রয়েছেন । তাঁর এক্স-রে রিপোর্টে শরীরের মধ্যে গুলি আটকে থাকতে দেখা যাচ্ছে ।

এই ঘটনায় আহতের শ্বশুর রহিম শেখ বলেন, "আমার জামাই শৌচকর্ম করতে খেতের দিকে যাচ্ছিল । সেই সময় ওই খেতের মধ্যে কয়েকজন বসেছিল । জামাইকে দেখতে পেয়েই ওরা চিৎকার করতে শুরু করে । তারপরেই পিছন থেকে গুলি করে । জামাইয়ের কোমরে গুলি লাগে । কী কারণে ওরা গুলি চালাল তা জানা নেই । জামাই বর্তমানে মালদা মেডিকেলে চিকিৎসাধীন । ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল ।"

এদিকে, ঘটনার জেরে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়ায় । শুধু কালিয়াচক নয়, জেলার বিভিন্ন প্রান্ত থেকে গোলাগুলির খবর উঠে আসছে । কয়েকদিন আগেই ইংরেজবাজারে জোড়া মৃতদেহ উদ্ধার হয় । তার কয়েকদিনের মধ্যেই সুস্থানি এলাকায় এক ব্যবসায়ী গুলিবিদ্ধ হন । এরপর চাঁচলে গুলি চালিয়ে ডাকাতির ঘটনা ঘটে । সব মিলিয়ে জেলাজুড়ে দুষ্কৃতীদের কার্যকলাপ বেড়ে গিয়েছে এমন অভিযোগ উঠতে শুরু করেছে । যদিও গোটা ঘটনা নিয়ে জেলা পুলিশের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি ।

ABOUT THE AUTHOR

...view details