পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Shot Dead in Malda: জমি বিবাদের জেরে গুলিতে যুবকের মৃত্যু, পুলিশকে ঘেরাও করে বিক্ষোভ স্থানীয়দের - সইদুল আলি

মালদায় জমি বিবাদের জেরে ঝড়ল একটি তরতাজা প্রাণ ৷ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল যুবকের ৷ ঘটনায় কাঠগড়ায় তোলা হয়েছে গ্রামের প্রধানকে ৷ পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ ক্ষিপ্ত জনতার ৷

Youth Shot Dead
জমি বিবাদের জেরে খুন যুবক

By ETV Bharat Bangla Team

Published : Aug 29, 2023, 1:36 PM IST

Updated : Aug 29, 2023, 3:51 PM IST

জমি বিবাদের জেরে গুলিতে যুবকের মৃত্যু

মালদা, 29 অগস্ট:জমি বিবাদের জেরে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল এক যুবকের । অভিযোগের তির গ্রামের প্রধান ও তাঁর দলবলের দিকে ৷ ঘটনাকে কেন্দ্র করে মঙ্গলবার ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে চাঁচলের জালালপুর এলাকায় । পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে এসেছে বিশাল পুলিশ বাহিনী । উত্তেজিত জনতা পুলিশকে ঘিরে ধরে বিক্ষোভ দেখাতে শুরু করে । নিহত যুবকের নাম সইদুল আলি (30) । বাড়ি চাঁচলের জালালপুর এলাকায় ।

নিহত যুবকের মামা আরসাদ আলি বলেন, "জমি নিয়ে গণ্ডগোলের জেরে বেশ কয়েকদিন ধরে আদালতে মামলা চলছে । গতকাল জমি নিয়ে ফের গণ্ডগোল বাঁধে । এ নিয়ে চারজনকে থানায় ডাকা হয়েছিল । আজ সকালেও জমি বিবাদ বাঁধে । সেই সময় গুলি চলে । গুলিবিদ্ধ হয়ে এক ভাগ্নের মৃত্যু হয়েছে । প্রধানের লোকজন গুলি চালিয়েছে ।"

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে একটি জমি নিয়ে দু'পক্ষের মধ্যে বিবাদ চলছে । এ নিয়ে মামলাও হয়েছে । অভিযোগ, গত পরশু একপক্ষ ফের জমি দখলের চেষ্টা করে । সেই সময় দু'পক্ষের মধ্যে হাতাহাতি হয় । এই বিষয়ে সোমবার থানায় কয়েকজনকে ডেকে পাঠানো হয় । এরপর মঙ্গবার সকালে ফের জমি নিয়ে বিবাদ বাঁধে । সেই সময় কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ । গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় সইদুল আলি নামে ওই যুবকের ।

আরও পড়ুন:জমি বিবাদকে কেন্দ্র করে ভাইয়ের হাতে খুন দাদা

ঘটনার পর থেকে অভিযুক্তরা পলাতক বলে দাবি স্থানীয় বাসিন্দাদের । ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে । খবর পেয়ে ঘটনাস্থলে আসে চাঁচল থানার পুলিশ । পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় টহল দিচ্ছে বিশাল পুলিশবাহিনী । পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব জানান, জমি জায়গা নিয়ে গণ্ডগোলের জেরে গুলিবিদ্ধ হয়ে এক যুবকের মৃত্যু হয়েছে । এই ঘটনায় এখনও পর্যন্ত পরিবারের তরফে কোনও অভিযোগ দায়ের করা হয়নি । পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে ।

Last Updated : Aug 29, 2023, 3:51 PM IST

ABOUT THE AUTHOR

...view details