মালদা, 26 ডিসেম্বর: মায়ের সঙ্গে দাদুর বাড়ি বেড়াতে এসেছিল বছর বারোর কিশোরী ৷ জলপাইগুড়ি জেলায় তাদের বাড়ি ৷ সে আবার রাজ্যের এক তৃণমূল বিধায়কের মেয়ে ৷ যদিও একুশের বিধানসভা নির্বাচনের আগে থেকেই তার বাবা-মায়ের মধ্যে সম্পর্ক নেই ৷ সারাদিন সফরের ধকল কমাতে গতকাল রাতে দাদুর বাড়ি পৌঁছেই সে বাথরুমে স্নান করতে যায় ৷ হঠাৎ তার নজরে পড়ে, বাথরুমের ভেন্টিলেটর দিয়ে কেউ তাকে দেখছে ৷ মোবাইল ফোনে তার ছবিও তুলছে (Youth records bathing video) ৷ এই ঘটনায় ওই বাড়ির ভাড়াটিয়া এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ ৷ ঘটনাটি ঘটেছে মালদা থানা এলাকায় ৷
এই ঘটনায় গতকাল রাত 12টা নাগাদ কিশোরীর শিক্ষিকা মা মালদা থানায় ভাড়াটিয়া যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন ৷ অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, গতকাল রাত সাড়ে ন’টা নাগাদ মেয়েকে নিয়ে তিনি বাবার বাড়িতে আসেন ৷ 9.40 মিনিট নাগাদ তাঁর 11 বছরের মেয়ে বাথরুমে স্নান করতে যায় ৷ সেই সময় তাঁর বাবার বাড়ির ভাড়াটিয়া যুবক বাথরুমের ভেন্টিলেটর দিয়ে মোবাইলে মেয়ের স্নানের দৃশ্য রেকর্ড করে ৷ সেটা তাঁর মেয়ের নজরে আসতেই সে চিৎকার করে ওঠে ৷ বাথরুম থেকে বেরিয়ে এসে তাঁকে গোটা ঘটনা জানায় ৷ তিনি ওই যুবককে জিজ্ঞাসাবাদ করার পাশাপাশি মালদা থানায় খবর দেন ৷