মালদা, 2 নভেম্বর:প্রতিবেশী দেশগুলিতে কি কর্মসংস্থানের আরও বেশি অভাব ? কখনও বাংলাদেশ, কখনও মায়ানমার, মাঝেমধ্যেই কাজের জন্য এদেশে চলে আসছেন সেখানকার নাগরিকরা ৷ মাঝেমধ্যে তাঁদের অনেকে সীমান্তরক্ষী বাহিনী কিংবা পুলিশের হাতে ধরাও পড়ছেন ৷ বিচার প্রক্রিয়া শেষে পুশ ব্যাক করে তাঁদের দেশে ফেরত পাঠানো হচ্ছে ৷ কিন্তু নিরাপত্তারক্ষীদের অগোচরে এমন কত ভিনদেশি নাগরিক যে এদেশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, তার কোনও ইয়ত্তা নেই ৷
এভাবেই ত্রিপুরা দিয়ে অবৈধভাবে এদেশে ঢুকে দিব্যি রাজমিস্ত্রির কাজ করে যাচ্ছিলেন এক বাংলাদেশি নাগরিক ৷ গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ ৷ সাতদিনের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে ধৃত বাংলাদেশিকে বৃহস্পতিবার মালদা জেলা আদালতে পেশ করা হয়েছে ৷ আদালত সূত্রে জানা গিয়েছে, ওই বাংলাদেশিকে পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷