পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Youth Suicide In Malda: স্ত্রীকে দায়ী করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য চাঁচলে - স্ত্রীকে দায়ী করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য চাঁচলে

ঘরের দেওয়ালে স্ত্রীকে দায়ী করে লিখে রেখে আত্মঘাতী হলেন এক যুবক (Youth Suicide In Malda)। আত্মঘাতী যুবকের নাম ছোটন কর্মকার। বাড়ি চাঁচলের জেলেপাড়ায় । ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় ৷

Youth Suicide In Malda
স্ত্রীকে দায়ী করে আত্মঘাতী যুবক, চাঞ্চল্য চাঁচলে

By

Published : Jan 6, 2022, 5:25 PM IST

মালদা, 6 জানুয়ারি : স্ত্রীকে দায়ী করে আত্মঘাতী হলেন এক যুবক (Youth Suicide In Malda)। এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে মালদার চাঁচলে। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধারের পাশাপাশি জিজ্ঞাসাবাদের জন্য স্ত্রীকে আটক করেছে । যদিও এই ঘটনায় তিনি নির্দোষ বলে দাবি করেছেন মৃতের স্ত্রী। আত্মঘাতী যুবকের নাম ছোটন কর্মকার। বয়স 38 বছর। বাড়ি চাঁচলের জেলেপাড়ায় । তবে কয়েক বছর ধরে স্ত্রী ও নাবালিকা দুই মেয়েকে নিয়ে তিনি চাঁচলে ভাড়াবাড়িতে থাকতেন ।

পুলিশ এসে ঘরের দরজা খুলতে চোখে পড়ে দেওয়ালে লেখা রয়েছে, আমার মৃত্যুর জন্য দায়ী আমার স্ত্রী সপ্তমী । আমার বাবা-মা আর মেয়েদের খেয়াল রেখ । তবে এই লেখা ছোটনেরই কিনা তা নিয়ে রহস্য দানা বেঁধেছে । সপ্তমী বলেন, " আমি তো ওর কোনও ক্ষতি করিনি ৷ ও সবসময় বলত, আমি মরে গেলে তোকে ফাঁসিয়ে যাব । আমি ওকে মদ খাওয়া ছাড়তে বলতাম । ঘরভাড়া আর সংসার খরচ দিতে বলতাম । প্রতি মাসে পাওনাদাররা আমাকে টাকার কথা বলত । আমার খারাপ লাগে । টাকা-পয়সা দিত না । এনিয়ে আমাদের মধ্যে ঝগড়া লেগেই থাকত । ও মদ ছাড়তে পারবে না বলে দিয়েছিল । এই অশান্তির জন্যই আমি তিনদিন ধরে বাবার বাড়িতে ছিলাম । আজ চলে যাওয়ার সময়ও আমাকে অপবাদ দিয়ে গিয়েছে । কেন এই কাজ করল, জানি না । "

আরও পড়ুন: দু’বছর পর চাঁচলে ইনডোর স্টেডিয়াম থেকে সরল সবুজ সাথীর সাইকেল

ছোটনের ভাই গৌরাঙ্গ কর্মকার বলেন, "গতকাল দাদা বাড়িতে এসেছিল । সবার সঙ্গে কথা বলে সে ভাড়াবাড়িতে চলে যায় । আজ সকালে লোকজন ফোন করে বিষয়টি জানায় । এসে দেখি, ঘটনা সত্যি । ভাড়াবাড়ির দেওয়ালে সে এই ঘটনার জন্য নিজের স্ত্রীকে দায়ী করে গিয়েছে । ওদের স্বামী-স্ত্রীর মধ্যে অশান্তি লেগেই থাকত । কিছুদিন আগে রাতে পিসির বাড়ি এসে স্ত্রীর খারাপ আচরণ নিয়ে জানিয়েছিল । বলেছিল, সে আর বাঁচতে চায় না । তবে যেহেতু সে দেওয়ালে নিজের স্ত্রীকে দায়ী করে গিয়েছে সেজন্য আমি দাদার স্ত্রীর বিরুদ্ধে পুলিশে অভিযোগ জানাব। " চাঁচল থানার আইসি সুকুমার ঘোষ জানিয়েছেন, আপাতত মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ।

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details