পশ্চিমবঙ্গ

west bengal

কালিয়াচকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

By

Published : Apr 22, 2021, 8:26 PM IST

মালদার কালিয়াচকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ৷ খুনের অভিযোগ পরিবারের ৷ তদন্ত শুরু কালিয়াচক থানার পুলিশের ৷

wb_mld_01_murder_chaos_wb10016
কালিয়াচকে যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার

মালদা, 22 এপ্রিল : ষষ্ঠ দফার নির্বাচনের দিনই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে ৷ পরিবারের দাবি, ছররা মেরে খুন করা হয়েছে ওই যুবককে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম রাজেশ মণ্ডল (25) ৷ বাড়ি কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে রাত এগারোটা নাগাদ বের হন রাজেশ ৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি ৷ পরিবারের সদস্যরা রাত একটা নাগাদ তাঁকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায় ৷ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে রাজেশের মৃতদেহ উদ্ধার হয়।

ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় কালিয়াচক থানার পুলিশ ৷

আরও পড়ুন :জমি বিবাদের জেরে মুর্শিদাবাদে কুপিয়ে খুন

বৃহস্পতিবার নিহতের ভাই জয়ন্ত মণ্ডল বলেন, ‘‘বুধবার রাত এগারোটা নাগাদ দাদা বাড়ি থেকে বেরিয়ে যায়। রাতে বাড়ি ফিরে না আসায় একটা নাগাদ ফোন করলে দাদার ফোন বন্ধ পাই ৷ আজ সকালে জানতে পারি বাড়ি থেকে খানিকটা দূরে একটা মৃতদেহ পড়ে রয়েছে ৷ গিয়ে দেখি, দাদার মৃতদেহ পড়ে রয়েছে ৷ দাদার গলায় দাগ রয়েছে। বুকে ছররা গুলি মারা হয়েছে ৷ তবে কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা জানা নেই ৷’’

কালিয়াচক থানা সূত্র খবর, মৃতদেহটি ময়নাতদন্তে পাঠানো হয়েছে ৷ ময়নাতদন্তের রিপোর্ট পেলেই মৃত্যুর সঠিক কারণ বলা সম্ভব হবে ৷ এই ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে একটি অভিযোগ করা হয়েছে ৷ অনুমান করা হচ্ছে, শরীরের ক্ষত চিহ্নগুলি গুলির নয় ৷ ওগুলো ধারাল কোনও অস্ত্রের দাগ হতে পারে ৷

ABOUT THE AUTHOR

...view details