মালদা, 22 এপ্রিল : ষষ্ঠ দফার নির্বাচনের দিনই যুবকের ক্ষতবিক্ষত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল মালদার কালিয়াচকে ৷ পরিবারের দাবি, ছররা মেরে খুন করা হয়েছে ওই যুবককে ৷ মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, নিহত যুবকের নাম রাজেশ মণ্ডল (25) ৷ বাড়ি কালিয়াচকের শাহবাজপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় ৷ নিহতের পরিবার সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে খাবার খেয়ে বাড়ি থেকে রাত এগারোটা নাগাদ বের হন রাজেশ ৷ কিন্তু তারপর আর বাড়ি ফেরেননি তিনি ৷ পরিবারের সদস্যরা রাত একটা নাগাদ তাঁকে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায় ৷ বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে প্রায় 200 মিটার দূরে রাজেশের মৃতদেহ উদ্ধার হয়।
ঘটনাস্থলে ছুটে আসেন পরিবারের সদস্যরা ৷ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠায় কালিয়াচক থানার পুলিশ ৷