মালদা, 11 এপ্রিল : প্রায় 10 লাখ টাকার চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করল কালিয়াচক থানার পুলিশ ৷ ধৃত যুবকের নাম ধৃত যুবকের নাম আলমগির মিঁঞা (22) ৷ তার বাড়ি কালিয়াচকের চরিঅনন্তপুরে ৷
গোপন সূত্রে খবর পেয়ে কালিয়াচক থানার পুলিশের একটি দল কালিয়াচক 3 ব্লকের সাহবাজপুর এলাকায় হানা দেয় ৷ জানা গেছে, তারপর আলমগিরকে আটক করে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 60টি চোরাই মোবাইল ৷ এরপর গ্রেফতার করা হয় তাকে ৷
আরও পড়ুন- এটা গণহত্যা, তথ্য লোপাটের জন্য আমাকে আটকে দেওয়া হল : মমতা
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, তথ্যের ভিত্তিতে হানা দিয়ে 60টি চোরাই মোবাইল সহ এক যুবককে গ্রেফতার করা হয়েছে৷ উদ্ধার হওয়া মোবাইলগুলির আনুমানিক বাজার মূল্য 10 লাখ টাকা ৷ ধৃতের বিরুদ্ধে ভারতীয় আইনের 411/413/414/120(B) IPC ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷ ধৃত যুবক উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলি কোথা থেকে কোথায় পাচারের ছক কষেছিল, এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতকে পাঁচদিনের পুলিশি হেফাজতের আবেদনে আজ মালদা জেলা আদালতে পেশ করা হবে৷