মালদা, 28 অগাস্ট : গোপন সূত্রে খবর পেয়ে 482 গ্রাম ব্রাউন সুগারসহ এক যুবককে গ্রেপ্তার করল কালিয়াচক থানার পুলিশ । ধৃতকে আজ জেলা আদালতে তোলা হয় ।
কালিয়াচকে 482 গ্রাম ব্রাউন সুগারসহ গ্রেপ্তার যুবক - drugs
মোটরবাইক আটকে তল্লাশি চালাতেই উদ্ধার হয় 482 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় যুবককে ।
গোপন সূত্রে খবর পেয়ে, গতরাতে SI বাপন দাসের নেতৃত্বে কালিয়াচক থানার পুলিশের একটি দল কালিয়াচক স্ট্যান্ডে হানা দেয় । একটি মোটরবাইক আটকে জিজ্ঞাসাবাদ করে পুলিশকর্মীরা । সন্তোষজনক উত্তর না মেলায় তল্লাশি চালাতেই উদ্ধার হয় 482 গ্রাম ব্রাউন সুগার । গ্রেপ্তার করা হয় ওই যুবককে ।
কালিয়াচক থানার পুলিশ জানিয়েছে, 482 গ্রাম ব্রাউন সুগারসহ বছর 28-এর এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে । ধৃতের নাম আনিউল শেখ । আনিউল কালিয়াচকের ইমামজাগিরের বাসিন্দা । ধৃতের কাছ থেকে একটি মোটরবাইক ও একটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছে । ধৃতের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির U/s 21(C)/29 NDPS আইনে ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে । উদ্ধার হওয়া ব্রাউন সুগার কোথা থেকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এবং এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তা জানতে ধৃতকে পুলিশি হেপাজতের আবেদনে আজ জেলা আদালতে তোলা হয়েছে ।