পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Fraud with Minister: নবান্নের নাম করে মন্ত্রীকে ভুয়ো ফোন, ধৃত এক যুবক - মন্ত্রীকে প্রতারণার অভিযোগ

রাজ্যের ক্ষুদ্র-কুটির ও বস্ত্র শিল্প দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেনকে ভুয়ো ফোন করার অভিযোগে উত্তর 24 পরগনার অশোকনগর থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ (fake call to minister) ৷

ETV Bharat
মন্ত্রীকে ভুয়ো ফোনে ধৃত এক যুবক

By

Published : Mar 3, 2023, 9:28 PM IST

নবান্নের নাম করে মন্ত্রীকে ভুয়ো ফোন, ধৃত এক যুবক

মালদা, 3 মার্চ:তখন জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করছিলেন রাজ্যের ক্ষুদ্র-কুটির ও বস্ত্র শিল্প দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ৷ সেই সময় তাঁর কাছে আসে একটি ফোন ৷ ফোনের ওপার থেকে বলা হয়, নবান্ন থেকে ফোন করা হয়েছে৷ এরপর ফোনের অন্য প্রান্ত থেকে মন্ত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয় ৷ সহজ ভাবেই সেসব তথ্য জানিয়ে দেন মন্ত্রী (fraud call to minister Tajmul Hossain) ৷

পরে তিনি জানতে পারেন, নবান্ন থেকে তাঁকে কোনও ফোনই করা হয়নি ৷ সঙ্গে সঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত সহায়ককে দিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করান ৷ তদন্তে নেমে পুলিশ উত্তর 24 পরগনার অশোকনগর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ ধৃতকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনাটি ঘটে বুধবার ৷

মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক গোলাম মোর্তজা বলেন, “বুধবার বিকেলে মন্ত্রী প্রশাসনিক ভবনে সরকারি কাজে ব্যস্ত ছিলেন ৷ সেই সময় তাঁর কাছে একটি ফোন আসে ৷ বলা হয়, আমি নবান্ন থেকে বলছি ৷ নবান্নের নাম করে মন্ত্রীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয় ৷ প্রথমে বুঝতে না পারলেও পরে মন্ত্রীর সন্দেহ হয় ৷ বিষয়টি পুলিশকে জানান হয় ৷" পরে পুলিশ তদন্ত করে দেখে, যে ব্যক্তি ওই মন্ত্রীকে ফোন করেছিল সে একজন প্রতারক৷ তার নামে অনেক অভিযোগ রয়েছে ৷ বিভিন্ন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদেরকেও ওই নম্বর থেকে ফোন করা হয়েছিল ৷

তবে পঞ্চায়েত ভোটের আগে এর পিছনে বিরোধীদের চক্রান্ত দেখছে তৃণমূল ৷ বিরোধীদের আইটি সেল এই কাজ করে থাকতে পারে বলে মনে করা হচ্ছে ৷ যদিও এই অভিযোগ উড়িয়ে দিয়ে বিজেপির উত্তর মালদা সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক রূপেশ আগরওয়ালা বলেন, “শুনেছি, মন্ত্রী তজমুল হোসেনকে কোনও প্রতারক ফোন করে বিভিন্ন তথ্য জানার চেষ্টা করেছিল ৷ মন্ত্রী ও তাঁর সাঙ্গপাঙ্গ নাকি এই ঘটনাকে বিরোধীদের চক্রান্ত বলছেন ৷ বিরোধীদের তো আর কোনও কাজ নেই ! প্রতারণার কাজ তো তৃণমূলেরই ৷ তৃণমূলের অভিযোগ শুনলে ওই দলের কর্মীরাও হাসবেন ৷ যে ধরা পড়েছে, তদন্ত করলে দেখা যাবে সেও তৃণমূলের সঙ্গে যুক্ত ৷"

আরও পড়ুন:জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজত কুন্তলের

হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় অভিযোগ পেতেই তদন্ত শুরু করা হয় ৷ কল ট্র্যাক করে দেখা যায় ফোনটি উত্তর 24 পরগনার অশোকনগর থানা এলাকার ট্যাংরা কাঠপুর থেকে করা হয়েছিল ৷ এই তথ্য সামনে আসতেই এএসআই অজিত মণ্ডলের নেতৃত্বে অশোকনগর পাড়ি দেয় হরিশ্চন্দ্রপুর থানার পুলিশের একটি দল ৷ অশোকনগর থানার সহায়তায় গ্রেফতার করা হয় ওই প্রতারককে ৷ ধৃতের নাম আজিম মণ্ডল ৷ বয়স 25 বছর ৷

ABOUT THE AUTHOR

...view details