মালদা, 3 মার্চ:তখন জেলাশাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করছিলেন রাজ্যের ক্ষুদ্র-কুটির ও বস্ত্র শিল্প দফতরের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ৷ সেই সময় তাঁর কাছে আসে একটি ফোন ৷ ফোনের ওপার থেকে বলা হয়, নবান্ন থেকে ফোন করা হয়েছে৷ এরপর ফোনের অন্য প্রান্ত থেকে মন্ত্রীর রাজনৈতিক ও ব্যক্তিগত বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয় ৷ সহজ ভাবেই সেসব তথ্য জানিয়ে দেন মন্ত্রী (fraud call to minister Tajmul Hossain) ৷
পরে তিনি জানতে পারেন, নবান্ন থেকে তাঁকে কোনও ফোনই করা হয়নি ৷ সঙ্গে সঙ্গে তিনি তাঁর ব্যক্তিগত সহায়ককে দিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করান ৷ তদন্তে নেমে পুলিশ উত্তর 24 পরগনার অশোকনগর এলাকা থেকে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে ৷ ধৃতকে শুক্রবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়েছে ৷ ঘটনাটি ঘটে বুধবার ৷
মন্ত্রীর ব্যক্তিগত সহায়ক গোলাম মোর্তজা বলেন, “বুধবার বিকেলে মন্ত্রী প্রশাসনিক ভবনে সরকারি কাজে ব্যস্ত ছিলেন ৷ সেই সময় তাঁর কাছে একটি ফোন আসে ৷ বলা হয়, আমি নবান্ন থেকে বলছি ৷ নবান্নের নাম করে মন্ত্রীর কাছ থেকে বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয় ৷ প্রথমে বুঝতে না পারলেও পরে মন্ত্রীর সন্দেহ হয় ৷ বিষয়টি পুলিশকে জানান হয় ৷" পরে পুলিশ তদন্ত করে দেখে, যে ব্যক্তি ওই মন্ত্রীকে ফোন করেছিল সে একজন প্রতারক৷ তার নামে অনেক অভিযোগ রয়েছে ৷ বিভিন্ন সরকারি আধিকারিক ও জনপ্রতিনিধিদেরকেও ওই নম্বর থেকে ফোন করা হয়েছিল ৷