মালদা, ২১ ফেব্রুয়ারি : ধর্ষণে বাধা দেওয়ায় যুবতি ও তাঁর সন্তানকে মারধরের অভিযোগ উঠল স্থানীয় এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্তর নাম উজ্জ্বল বর্মণ। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি হবিবপুর থানা এলাকার। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি বলে পুলিশ সূত্রে খবর।
ধর্ষণে বাধা, যুবতি ও তাঁর সন্তানকে মারধরের অভিযোগ - youth
ধর্ষণে বাধা দেওয়ায় যুবতি ও তাঁর সন্তানকে মারধর করল মদ্যপ যুবক। ঘটনায় এখনও থানায় অভিযোগি দায়ের করা হয়নি।
ওই যুবতির স্বামী ভিনরাজ্যে শ্রমিকের কাজ করেন। শাশুড়ি ও ছেলেকে নিয়ে একাই থাকেন ওই যুবতি। অভিযোগ, গতরাতে উজ্জ্বল বর্মন নামে স্থানীয় এক যুবক মদ্যপান করে তাঁর ঘরে ঢোকে। তাঁকে ধর্ষণের চেষ্টা করে বলে অভিযোগ। সেই সময়, ওই যুবতি ধর্ষণে বাধা দিলে তাঁকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। চিৎকারে ঘুম ভেঙে যায় তাঁর ছেলের। তাকেও মারধর করা হয় বলে অভিযোগ। পরে বিষয়টি জানাজানি হতে স্থানীয় বাসিন্দারা ওই মহিলাকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করেন।
হবিবপুর থানার IC ত্রিদীপ প্রামাণিক বলেন, "এই ঘটনা সম্পর্কে আমার কিছু জানা ছিল না। তা ছাড়া এখনও থানায় কোনও অভিযোগ জমা পড়েনি। আমি এখনই ঘটনাটি নিয়ে খোঁজ নিচ্ছি।"