পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যুবককে গুলি করে খুন, গ্রেপ্তার বন্ধু - youth shot death

যুবককে গুলি করে খুনের অভিযোগ উঠল বন্ধুদের বিরুদ্ধে ৷ এই ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷ মালদার বৈষ্ণবনগর থানার শাহবাজপুরে এলাকার ঘটনা ৷

মৃত আবদুল রহিম

By

Published : Sep 5, 2019, 11:47 AM IST

মালদা, 5 সেপ্টেম্বর : যুবককে গুলি করে খুন ৷ অভিযোগ, ওই যুবকের বন্ধুরা তাঁকে গুলি করে খুন করেছে ৷ মৃতের নাম আবদুল রহিম (22) ৷ মালদার বৈষ্ণবনগর থানার শাহবাজপুরে এলাকার ঘটনা ৷ গুলিবিদ্ধ আবদুলকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ এই ঘটনায় রাহেল শেখ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

মৃত যুবকের বাড়ি বৈষ্ণবনগরের শাহবাজপুর পঞ্চায়েতের পুরাতন শ্রীবস্তি এলাকায় ৷ 13 দিন আগে আবদুল রহিমের একটি কন্যাসন্তান হয় ৷ পরিবার সূত্রে জানা গেছে, গতকাল রাতে চার বন্ধুকে সঙ্গে নিয়ে দু'টি বাইকে করে কালিয়াচকে শ্বশুরবাড়িতে মেয়েকে দেখতে যায় আবদুল ৷ সেখান থেকে একটি বাইকে করে আবদুল ও দুই বন্ধু বাড়ি ফিরছিল ৷ অভিযোগ, পথে সাহিদুল ইসলাম নামে এক বন্ধু আবদুলকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি চালায় ৷ আবদুলের বুকে ও পায়ে গুলি লাগে৷ গুলি করার পর সাহিদুল পালিয়ে যায় ৷ যাওয়ার আগে বাকি দুই বন্ধুকে ফোন করে ৷ ফোন পেয়ে বাকি বন্ধুরা ঘটনাস্থানে গিয়ে গুলিবিদ্ধ আবদুলকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভরতি করে ৷

আরও পড়ুন : চিকিৎসার গাফিলতিতে রোগীমৃত্যু , উত্তাল মালদা মেডিকেল

সীতাহার মোমিন নামে আবদুলের এক বন্ধু বলে, "গতকাল রাতে আমরা কালিয়াচকে একসঙ্গে গিয়েছিলাম ৷ পরে আবদুল, রাহেল ও সাহিদুল বাইকে করে বাড়ির উদ্দেশে রওনা দেয়৷ কিছুসময় পরে সাহিদুল একটা ঝামেলা হয়েছে বলে ফোন করে আমাদের তাড়াতাড়ি শাহবাজপুরে এলাকায় পৌঁছাতে বলে ৷ কিন্তু ঠিক কী ঘটেছে তা জানায়নি৷ ঘটনাস্থলে পৌঁছে দেখি গুলিবিদ্ধ অবস্থায় আবদুল রাস্তায় পড়ে রয়েছে ৷ ঘটনাস্থান থেকে সাহিদুল পালিয়ে যায়৷ রাহেলই আমাদের জানায় সাহিদুল গুলি চালিয়েছে ৷ "

বৈষ্ণবনগর থানার পুলিশ জানিয়েছে, রাহেলের কথায় অংসগতি রয়েছে ৷ তাকে গ্রেপ্তার করা হয়েছে৷ পলাতক সাহিদুল ইসলামের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে ৷

ABOUT THE AUTHOR

...view details