পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

ধর্ষণে বাধা দেওয়ায় যুবতিকে ধারাল অস্ত্রের কোপ

ধর্ষণে বাধা দেওয়ায় এক যুবতিকে ধারালো অস্ত্র গিয়ে এলোপাথারি আঘাত করে এক যুবক। গুরুতর জখম ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷

ছবি

By

Published : Oct 29, 2019, 10:03 PM IST

মালদা, 29 অক্টোবর : বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় মালদার গাজোলের এক যুবতিকে ধর্ষণের চেষ্টা । বাধা দেওয়ায় ওই যুবতিকে ধারালো অস্ত্র গিয়ে এলোপাথারি আঘাত করে অভিযুক্ত যুবক। গুরুতর জখম ওই যুবতি মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ৷ ঘটনার পর থেকেই এলাকা ছেড়ে পালিয়েছে অভিযুক্ত যুবক ৷ ওই মহিলার প্রতিবেশিরা গাজোল থানায় মৌখিকভাবে অভিযোগ জানিয়েছে৷


আক্রান্ত যুবতির স্বামী বছর পাঁচেক আগে মারা গিয়েছেন৷ দুই সন্তান নিয়ে একাই বাড়িতে থাকেন তিনি ৷ অভিযোগ, বছর দুয়েক ধরে অভিযুক্ত তাঁকে বিয়ের প্রস্তাব দিয়ে উত্যক্ত করত ৷ বার বার বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেও ওই যুবক তাঁকে উত্যক্ত করতে থাকে । পুজোর সময় থেকে অভিযুক্ত তাঁকে কুপ্রস্তাব দিতে শুরু করে৷

মঙ্গলবার গভীর রাতে অভিযুক্ত যুবক ওই যুবতির ঘরে ঢুকে তাঁকে ধর্ষণের চেষ্টা করে৷ তিনি চিৎকার শুরু করলে অভিযুক্ত তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কোপায় ৷

গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি৷

ABOUT THE AUTHOR

...view details