মালদা, 10 নভেম্বর : রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে যুবতিকে জোর করে নিকাহ ৷ আটকে রেখে লাগাতার গণধর্ষণ ৷ অভিযুক্ত তিন যুবক ৷ মালদার হরিশচন্দ্রপুর থানা এলাকার ঘটনা ৷ গত পরশু কোনও রকমে পালিয়ে বাড়ি ফেরেন ওই যুবতি ৷ গতকাল হরিশচন্দ্রপুর থানায় তিন যুবকের নামে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
যুবতির পরিবার জানিয়েছে, 18 অক্টোবর বাড়ি থেকে বেরিয়েছিলেন ওই যুবতি ৷ কিন্তু আর বাড়ি ফেরেনি ৷ অনেক খোঁজ করেও তাঁর সন্ধান না মেলায় 19 অক্টোবর হরিশচন্দ্রপুর থানায় মিসিং ডায়েরি করে পরিবার ৷
8 নভেম্বর কোনও রকমে পালিয়ে নিজের বাড়ি ফিরে আসেন ওই যুবতি ৷ পরিবারকে সমস্ত ঘটনা জানান ৷ গতকাল পরিবারের তরফে তিন যুবকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় ৷
পুলিশের কাছে ওই যুবতি জানিয়েছেন, মহম্মদ সোহেল নামের এক যুবক তাঁকে বিয়ের প্রস্তাব দিয়েছিল ৷ কিন্তু তিনি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় 18 অক্টোবর তাঁকে মুখে কাপড় বেঁধে রাস্তা থেকে তুলে নিয়ে যায় ৷ কয়েকদিন তাঁকে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখে ৷ পরে জোর করে তাঁর সঙ্গে নিকাহ করে ৷ নিকাহের পর একটি ঘরে আটকে রেখে লাগাতার তাঁকে ধর্ষণ করে সোহেল, তার এক বন্ধু ও এক আত্মীয় ৷
পরিবারের অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ ৷ আজ ওই যুবতির শারীরিক পরীক্ষা করা হয় ৷ যে কাজির উপস্থিতিতে নিকাহ হয়েছিল তাকেও গ্রেপ্তার করে পুলিশ ৷ তবে অভিযুক্তরা পলাতক ৷ তাদের খোঁজে তল্লাশি চলছে ৷