মালদা, 28 সেপ্টেম্বর:এক যুবকের আত্মহত্যার ঘটনায় বৃহস্পতিবার তোলপাড় হয়ে উঠল পুরাতন মালদা পৌরসভার বিস্তীর্ণ এলাকা ৷ নেশাঘটিত কারণে ওই যুবক ট্রেনের নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বলে দাবি এলাকাবাসীর ৷ তাঁদের অভিযোগ, স্থানীয় মৌলপুর গ্রামীণ হাসপাতাল চত্বরই নেশার আঁতুরঘর ৷ উত্তেজিত জনতা হাসপাতাল একটি দোকানে ভাঙচুর চালায় ৷ ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয় সাট্টার দুটি ঠেক ৷ জনতাকে কোনওমতে নিয়ন্ত্রণে আনে মালদা থানার পুলিশ ৷ রেল পুলিশের তরফে দেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিক্যালে পাঠানো হয়েছে ৷ এ বিষয়ে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের না হলেও মালদা থানার পুলিশ তদন্ত শুরু করেছে ৷
মৃত যুবকের নাম বেলু শেখ ৷ বয়স 30 বছর ৷ বাড়ি পুরাতন মালদা পৌরসভার 6 নম্বর ওয়ার্ডের কাজিদ্বারায় ৷ এই এলাকার পাশেই রয়েছে রেলওয়ে সিগন্যাল ট্রেনিং স্কুল ৷ আজ এই স্কুলের পাশেই রেল লাইন থেকে বেলুর দেহ উদ্ধার হয়েছে ৷ এলাকার মানুষজন জানাচ্ছেন, আজ বিশ্ব নবী অর্থাৎ হজরত মহম্মদের জন্মদিন ৷ সেই উপলক্ষ্যে আজ গোটা জেলা জুড়েই মুসলমানদের বড় মিছিল বেরিয়েছে ৷ পুরাতন মালদাতেও সেই মিছিল বেরোয় ৷ বেলু ওই মিছিলে অংশ নেন ৷ কিন্তু মিছিল শেষে আর তাঁর দেখা মেলেনি ৷ পরে তাঁর দেহ রেল লাইন থেকে উদ্ধার হয় ৷
বেলু বিবাহিত ৷ স্ত্রী ও তিন ছেলে রয়েছে ৷ রয়েছেন বাবা-মা ৷ বাড়িতেই ছেলেকে মুদিখানার দোকান করে দিয়েছিলেন বাবা লিয়াকত আলি ৷ কিন্তু বছর দুয়েক আগে বেলু মাদক কাফ সিরাপের নেশায় আসক্ত হয়ে পড়েন ৷ পরিবার সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি তাঁর নেশা অনেক বেড়ে গিয়েছিল ৷ উপার্জনের বেশিরভাগ টাকা নেশাতেই চলে যেত ৷ এ নিয়ে সংসারে বেশ অশান্তি চলছিল ৷ গতকাল রাতেও তুমুল ঝামেলা হয় ৷
আরও পড়ুন:এভাবেও ফিরিয়ে আনা যায় ! মাদকাসক্ত ব্যক্তিদের মূল স্রোতে ফেরাতে বদ্ধপরিকর হর্ষ বায়েন