পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Lady at Lover's Doorstep: কথা রাখেনি সে, মালদায় বিয়ের পোশাকে প্রেমিকের দুয়ারে ধরনা ভিনরাজ্যের যুবতীর! - Ibrahim Ali met several times with the lady

বছরতিনেক আগে হরিশ্চন্দ্রপুরে দাদুর বাড়ি বেড়াতে এসে যুবতীর সঙ্গে পরিচয় হয় গ্রামেরই যুবক ইব্রাহিম আলির ৷ অল্প সময়ের মধ্যেই ওই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে যুবতীর ৷ সম্পর্ক গাঢ় হলে যুবক একাধিকবার বিজনৌর গিয়ে প্রেমিকার সঙ্গে দেখাও করে আসেন তিনি (Ibrahim Ali met several times with the lady) ৷

Lady at Lover's Doorstep
মালদায় বিয়ের পোশাকে প্রেমিকের দুয়ারে ধরনা ভিনরাজ্যের যুবতীর

By

Published : Oct 12, 2022, 7:30 PM IST

Updated : Oct 12, 2022, 8:46 PM IST

মালদা, 12 অক্টোবর:বুধবার সকালে আচমকাই চাঞ্চল্যহরিশ্চন্দ্রপুর 1 নং ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতে ৷ কথা না-রেখেপলাতক প্রেমিক ৷ কিন্তু নাছোড় প্রেমিকা বিয়ের পোশাকে সটান হাজির প্রেমিকের দুয়ারে (Young lady at lovers doorstep) ৷ তাও আবার ভিনরাজ্য থেকে ৷ এদিকে পরিস্থিতি বেগতিক দেখে এখানেও গা-ঢাকা প্রেমিকের ৷

জানা গিয়েছে, যুবতী উত্তরপ্রদেশের বিজনৌর জেলার (Bijnor District) মান্ডবর থানা এলাকার বাসিন্দা ৷ হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় যুবতীর দাদুর বাড়ি ৷ বছরতিনেক আগে দাদুর বাড়ি বেড়াতে এসে তাঁর সঙ্গে পরিচয় হয় গ্রামেরই যুবক ইব্রাহিম আলির ৷ অল্প সময়ের মধ্যেই ওই যুবকের সঙ্গে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে যুবতীর ৷ সম্পর্ক গাঢ় হলে যুবক একাধিকবার বিজনৌর গিয়ে প্রেমিকার সঙ্গে দেখাও করে আসেন তিনি ৷ প্রমাণস্বরূপ ছবিও নিজের মোবাইলে রেখে দিয়েছেন যুবতী ৷ কিন্তু সমস্যা হচ্ছে, এখন যুবতী বিয়ের কথা বললেই তাঁকে এড়িয়ে যাচ্ছেন ইব্রাহিম ৷ অগত্যা ভিনরাজ্য থেকে এসে বিয়ের পোশাকই প্রেমিকের বাড়ির সামনে ধরনায় ওই যুবতী ৷

যুবতী জানিয়েছেন, তাঁদের সম্পর্কের বয়স তিন বছর ৷ বিয়ের কথা বলেই ইব্রাহিম তাঁকে বিজনৌর থেকে দিল্লির একটি হোটেলে নিয়ে এসেছিল ৷ সেখানে 19 দিন থাকার পর দু'জনে আজমের শরিফ যায় ৷ সেখানে কয়েকদিন থাকার পর যুবতীকে ফেলে পালিয়ে আসে ইব্রাহিম ৷ এখানেই শেষ নয় ৷ দফায়-দফায় যুবতীর থেকে যুবক দেড় লক্ষ টাকা আত্মসাৎ করেছে বলেও অভিযোগ ৷ এ বিষয়ে ইব্রাহিমের মা'য়ের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানিয়েছেন যুবতী ৷ সেই ফোনালাপের রেকর্ডিংও রয়েছে যুবতীর কাছে ৷

মালদায় বিয়ের পোশাকে প্রেমিকের দুয়ারে ধরনা ভিনরাজ্যের যুবতীর

আরও পড়ুন:অন্য ছেলের সঙ্গে স্ত্রীর ঘনিষ্ঠ ছবি পোস্ট স্বামীর, অপমানে আত্মঘাতী অষ্টাদশী

অন্যদিকে ইব্রাহিমের মা হেনা বিবির দাবি, এ ব্যাপারে তিনি কিছুই জানেন না ৷ যা বলার তাঁর ছেলেই বলবে ৷ তাঁর আরও দাবি, ইব্রাহিম অনেকদিন আগেই যুবতীর সঙ্গে সম্পর্ক ছেড়ে বেরিয়ে এসেছে ৷ ছেলে ফেরার পর এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রামের মানুষেরাই নেবেন বলেও জানান তিনি ৷

Last Updated : Oct 12, 2022, 8:46 PM IST

ABOUT THE AUTHOR

...view details