মালদা, 8 নভেম্বর: বেতন বন্ধ 19 মাস ধরে ৷ টাকার অভাবে চিকিৎসা করাতে না-পেরে ইতিমধ্যে মৃত্যু হয়েছে একজনের ৷ অর্থাভাবে বন্ধ হয়েছে ছেলেমেয়েদের পড়াশোনা ৷ বেতনের দাবিতে জেলা প্রশাসনের বিভিন্ন মহলে দরবার করা হয়েছে ৷ জানানো হয়েছে জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতিতেও ৷ কিন্তু কোথাও থেকে কোনও উত্তর পাওয়া যায়নি ৷ যাঁদের সেই শক্তি নেই, তাঁরা আত্মহত্যার দিন গুনছেন ৷ এই ছবিটি এশিয়ার সবচেয়ে বড় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র, ইংরেজবাজারের সাগরদিঘি ফার্মের ৷ সুখের কথা, বিষয়টি জানতে পেরে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলাশাসক ৷ এনিয়ে তিনি আজ, বুধবার সংশ্লিষ্ট দফতরের সঙ্গে কথা বলবেন বলে জানিয়েছেন ৷
সেন আমলে রাজধানী গৌড় নগরীতে জল সরবরাহের জন্য ইংরেজবাজারের সাদুল্লাপুর এলাকায় বিশাল দিঘি নির্মাণের কাজে হাত দিয়েছিলেন বল্লাল সেন ৷ সেই কাজ সম্পূর্ণ হয় লক্ষ্মণ সেনের আমলে ৷ সেখানে গড়ে তোলা হয় কৃত্রিম মৎস্য প্রজনন কেন্দ্র ৷ যা এশিয়ার সর্ববৃহৎ হিসেবে একসময় পরিচিত ছিল ৷ মৎস্য দফতরের অধীনে থাকলেও এই মাছের ফার্মটি মালদা জেলা পরিষদ নিয়ন্ত্রিত ৷ সেখানে অস্থায়ী কর্মী নিয়োগ থেকে শুরু করে তাঁদের বেতন প্রদানের কাজ করে থাকে ইংরেজবাজার পঞ্চায়েত সমিতি ৷ বর্তমানে এখানে 15 জন অস্থায়ী কর্মী রয়েছেন ৷ অথচ গত 19 মাস ধরে তাঁরা বেতন পাচ্ছেন না ৷
এক অস্থায়ী কর্মী সুবোধ মণ্ডল জানান, 19 মাস ধরে বেতন পাচ্ছি না ৷ ছেলেমেয়ের পড়াশোনা বন্ধ হয়ে গিয়েছে ৷ টাকার অভাবে চিকিৎসা করাতে না-পেরে আমাদের এক সহকর্মী মারা গিয়েছেন ৷ তার স্ত্রী ওই জায়গায় কাজ শুরু করেছেন বটে, কিন্তু সেও বেতন পাচ্ছে না ৷ তবু আমরা কাজ করে যাচ্ছি ৷ এভাবে চললে আমাদের আত্মহত্যা করা ছাড়া উপায় নেই ৷"