মালদা, 6 জুলাই : একই দিনে কোরোনায় আক্রান্ত হল চার গ্রাম পঞ্চায়েত প্রধান ও এক জেলা পরিষদ সদস্য ৷ আক্রান্ত হয়েছেন দুই জেলা পরিষদ সদস্যের স্বামী সহ কালিয়াচক থানার IC ও জেলা জজের নায়েব নাজিরও ৷ বন্ধ রাখা হয়েছে আদালতের নাজির অফিস ৷ আদালত চত্বর জীবাণুমুক্ত করার জন্য জেলা জজের দ্বারস্থ হয়েছে ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশন ৷ একই সঙ্গে কালিয়াচক থানা চত্বরও জীবাণুমুক্ত করার কাজ শুরু হয়েছে ৷
গত 24 ঘণ্টায় জেলায় নতুন করে কোরোনা আক্রান্ত হয়েছে 36 জন ৷ মালদায় মোট কোরোনা আক্রান্তের সংখ্যা 818 ৷ প্রশাসন স্বীকার না করলেও জেলায় গোষ্ঠী সংক্রমণ শুরু হয়েছে বলে অনেকেই দাবি করছেন ৷ এদিকে স্বাস্থ্য বিভাগের তালিকা অনুযায়ী, গত 24 ঘণ্টায় চার গ্রাম পঞ্চায়েত প্রধান এবং এক জেলা পরিষদ সদস্য কোরোনায় আক্রান্ত হয়েছেন ৷ আক্রান্ত হয়েছেন দুই জেলা পরিষদ সদস্যের স্বামীও ৷ আজ সকাল থেকে তাঁদের সবাইকে মালদা শহরে জেলা পরিষদের অতিথিশালা, বিনয় সরকার অতিথি আবাসে কোয়ারানটিনে রাখা হয়েছে ৷
এই অতিথিশালাতেই 27 জুন দলীয় বৈঠকে আক্রান্তরা সবাই উপস্থিত ছিলেন ৷ সেই বৈঠকে মন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত ছিলেন জেলা পরিষদের বর্তমান কর্মাধ্যক্ষ ও তাঁর স্বামী ৷ তাঁরা বৈঠকের আগেই পরীক্ষার জন্য নিজেদের লালারসের নমুনা দিয়েছিলেন ৷ বৈঠকের পর তাঁদের দু’জনেরই রিপোর্ট পজ়িটিভ আসে ৷ ফলে ওই বৈঠকে থাকা জেলা তৃণমূল সভানেত্রী মৌসম নুর, জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মণ্ডল সহ 152 জন তৃণমূল নেতা-নেত্রী কোয়ারানটিনে যেতে বাধ্য হন ৷ মৌসমের রিপোর্ট নেগেটিভ আসে ।
এদিকে আজ সকালে স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তালিকায় দেখা যায়, কোরোনা সংক্রমিত হয়েছেন জেলা জজের নায়েব নাজির ৷ কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন তিনি ৷ জানা গেছে, জ্বর থাকা সত্ত্বেও গতকাল পর্যন্ত তিনি নিজের অফিসে কাজ করেছেন ৷ এনিয়ে কার্যত ক্ষোভপ্রকাশ করেছেন ওয়েস্ট বেঙ্গল কোর্ট এমপ্লয়িজ় অ্যাসোসিয়েশনের মালদা শাখার কার্যকরী সভাপতি জয়ন্ত চৌধুরি ৷ তিনি বলেন, "সংক্রমিত নায়েব নাজিরের সঙ্গে গত কয়েকদিনে অনেক বিচার বিভাগীয় আধিকারিক ও দপ্তরের কর্মীরা কাজ করেছেন ৷ স্বভাবতই তাঁদের অনেকে নায়েব নাজিরের সংস্পর্শেও এসেছেন ৷ আজ তাঁর লালারসের নমুনার রিপোর্ট পজ়িটিভ আসে ৷ খবর প্রকাশ্যে আসতেই ওই দপ্তরের কর্মী সহ আধিকারিক, এমন কী আইনজীবীরাও আতঙ্কে রয়েছেন ৷ তাই সংগঠনের পক্ষ থেকে আজ জেলা জজের কাছে আবেদন জানানো হয়েছে, যেন দ্রুত গোটা কোর্ট বিল্ডিং স্যানিটাইজ় করার পাশাপাশি আদালতের সমস্ত কর্মীর লালারস পরীক্ষার ব্যবস্থা করা হয় ৷ আশা করি তিনি এনিয়ে নিশ্চয় ব্যবস্থা নেবেন ৷ তবে নায়েব নাজিরের কোরোনা সংক্রমণের খবর পাওয়ার পরই নাজির অফিস বন্ধ করে দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা জজ ৷ এতে আমরা খুশি ৷"