মালদা, 8 অগাস্ট : ধর্ষণের পর খুন করা হল মহিলাকে ৷ ঘটনাটি মালদার হবিবপুরের ৷ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে হবিবপুর থানার পুলিশ ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার সন্ধান এখনও পায়নি পুলিশ ৷
মেয়ের পাশ থেকে তুলে নিয়ে গিয়ে মহিলাকে ধর্ষণ, পরে খুন ! - woman murderd after physically harassed
মালদার হবিবপুরে ধর্ষণের পর খুন করা হল মহিলাকে ৷ হবিবপুরের একটি গ্রামে দুই মেয়েকে নিয়ে থাকতেন মহিলা ৷ স্বামী হায়দরাবাদে শ্রমিকের কাজ করেন ৷ গতকাল সকালে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ কে বা কারা এই ঘটনার সঙ্গে জড়িত তার সন্ধান এখনও পায়নি পুলিশ ৷
হবিবপুরের একটি গ্রামে দুই মেয়েকে নিয়ে থাকতেন মহিলা ৷ স্বামী হায়দরাবাদে শ্রমিকের কাজ করেন ৷ মঙ্গলবার রাতে বড় মেয়ে আত্মীয়ের বাড়ি গেছিল৷ বারান্দায় ছোটো মেয়েকে নিয়ে ঘুমিয়েছিলেন মহিলা ৷ সেই সময় কেউ বা কারা এসে ওই মহিলাকে বাড়ি থেকে প্রায় 1 কিলোমিটার দূরে পুকুরপাড়ে তুলে নিয়ে যায় ৷ সেখানে তাঁকে ধর্ষণ করা হয় ৷ পরে খুন করা হয় ৷ ছোটো মেয়েটির কান্নার আওয়াজে জড়ো হন স্থানীয়রা ৷ বাড়ির উঠান থেকে রক্তের দাগের পিছু করতে করতে পুকুর পাড়ে পৌঁছান ৷ সেখানেই মহিলার রক্তাক্ত অর্ধনগ্ন দেহ পড়ে থাকতে দেখেন ৷ গতকাল সকালে হবিবপুর থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায় ৷ পরে মৃতদেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয় ৷
হবিবপুর থানার IC ত্রিদীপ প্রামাণিক জানিয়েছেন, গতকাল সকালে মহিলার মৃতদেহ উদ্ধার করা হয় ৷ ময়নাতদন্ত হয়েছে ৷ রিপোর্ট এখনও পাওয়া যায়নি৷ এই ঘটনায় আপাতত একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে ৷ পরিবারের অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে ৷