পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Malda Medical Molestation : পুলিশ পরিচয়ে মালদা মেডিক্যালে মহিলার শ্লীলতাহানি ! আটক এক - Malda Medical Molestation

পুলিশ পরিচয় দিয়ে রোগীর আত্মীয়কে ঘরের মধ্যে ঢুকিয়ে শ্লীলতাহানির অভিযোগ (Molestation in Malda Medical) । মোবাইলে সেই ভিডিয়ো করে খুনের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ উঠেছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অভিযোগ ভিত্তিতে ইতিমধ্যে একজনকে আটক করেছে পুলিশ। অভিযুক্তরা মেডিক্যালে নিরাপত্তাকর্মী কি না তাও খতিয়ে দেখছে পুলিশ ।

Malda Medical
মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল

By

Published : May 21, 2022, 10:40 PM IST

Updated : May 21, 2022, 11:06 PM IST

মালদা, 21 মে :গতকাল রাতে এক আত্মীয়ের চিকিৎসা করাতে মালদা মেডিক্যালে যান পুরাতন মালদার এক মহিলা। তাঁর অভিযোগ রাত 12টা 15 মিনিট নাগাদ তিন-চারজন ব্যক্তি ওই মহিলাকে পুলিশ পরিচয় দিয়ে হাসপাতালের একটি ঘরে নিয়ে যায় । সেখানে ওই মহিলার শ্লীলতাহানি করে তারা (Molestation in Malda Medical) । পাশাপাশি সেই ভিডিয়ো মোবাইলে রেকর্ড করা হয় । এরপর ওই মহিলা কোনওরকমে ওই ব্যক্তিদের ধাক্কা দিয়ে বাইরে বেরিয়ে আসেন ।

সেখানে ফের ওই ব্যক্তিরা মহিলাকে ধরে ফেলে । বিষয়টি চেপে না গেলে তাঁকে খুনের হুমকিও দেওয়া হয় । যদিও তাতে না দমে রাতেই সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন ওই মহিলা । অভিযোগের ভিত্তিতে একজনকে আটক করেছে পুলিশ । জিজ্ঞাসাবাদে আরও তিনজনের নাম উঠে এসেছে বলেও জানা গিয়েছে । ঘটনার সঙ্গে মেডিক্যাল কলেজের নিরাপত্তাকর্মীদের যোগ রয়েছে বলে মনে করছে জেলা পুলিশ ।

আরও পড়ুন :মালদায় নবম শ্রেণির ছাত্রীকে অপহরণ, বিহারে পাচারের অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে

এ বিষয়ে পুলিশ সুপার প্রদীপকুমার যাদব বলেন, "ইংরেজবাজার থানায় একটি অভিযোগ দায়ের হয়েছে । অভিযোগে মহিলা জানিয়েছেন, তিনি পরিবারের এক সদস্যকে চিকিৎসার জন্য মেডিক্যাল কলেজে এনেছিলেন । সেই সময় তিন-চারজন তাঁকে বিভ্রান্ত করে এদিক-ওদিক যাওয়ার কথা বলে নিয়ে যায় । তারপরে ওই মহিলার শ্লীলতাহানি করে ভিডিয়োর চেষ্টা করে ওরা ।" তিনি আরও বলেন, "ইতিমধ্যেই ওই অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করে তদন্ত শুরু করা হয়েছে । একজনকে আটক করা হয়েছে । বাকিদের শনাক্ত করার কাজ চলছে । ধৃতের জিজ্ঞাসাবাদ চলছে । তদন্তের স্বার্থে এখনই ওই ব্যক্তির নাম প্রকাশ করা যাবে না ।"

Last Updated : May 21, 2022, 11:06 PM IST

ABOUT THE AUTHOR

...view details