পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Mother-Daughter Death: স্বামীর উপর অভিমান ! মেয়েকে নিয়ে আত্মঘাতী মা

স্বামীর উপর অভিমান করে 10 বছরের মেয়েকে নিয়ে বিষ পান মায়েরও ৷ মারা গেলেন দু'জনই (Mother Daughter Death) ৷

Mother-Daughter Death
Mother-Daughter Death

By

Published : Oct 10, 2022, 9:52 PM IST

মালদা, 10 অক্টোবর: বাড়িতে রয়েছে সতীনের ছেলে ৷ তাকে নিয়েই স্বামীর সঙ্গে ঝামেলা লেগে থাকত ৷ সবসময় মনে হত, স্বামী মেয়েকে ঠিকমতো গুরুত্ব দিচ্ছেন না ৷ এ নিয়ে মানসিক দ্বন্দ্ব চলছিল অনেকদিন ধরেই ৷ তার পরিণাম হল ভয়াবহ ৷ প্রথমে মেয়েকে বিষ খাইয়ে, তারপর সেই বিষ পান করেছেন মা'ও (Died by Suicide) ৷ মৃত্যু হয়েছে দু'জনেরই ৷ ঘটনাটি ঘটেছে গাজোলের রানিগঞ্জ-1 গ্রাম পঞ্চায়েতের বিলাইকান্দর সংলগ্ন প্রত্যন্ত মালিপাড়া গ্রামে ৷

মৃতদের নাম শ্রীদেবী হাঁসদা (29) ও মৌসুমি কিস্কু (10) ৷ নিতান্তই নিম্নবিত্ত পরিবারের সদস্য তাঁরা ৷ শ্রীদেবীর স্বামী সাঞ্জলা মুর্মু পেশায় কৃষি শ্রমিক ৷ নিজের সামান্য জমিও রয়েছে তাঁর ৷ প্রথম পক্ষের স্ত্রী মারা গেলে 11 বছর আগে শ্রীদেবীকে বিয়ে করেন তিনি ৷ তাঁর প্রথম পক্ষের একটি ছেলে রয়েছে ৷

শ্রীদেবীকে বিয়ে করার এক বছর পরেই মৌসুমির জন্ম ৷ গ্রামবাসীরা জানান, মেয়ের জন্মের পর থেকেই শ্রীদেবী মানসিক দ্বন্দ্বে ভুগতে শুরু করেন ৷ তাঁর ধারণা হয়েছিল, সাঞ্জলা তাঁর মেয়েকে সেভাবে গুরুত্ব দিচ্ছেন না ৷ এ নিয়ে স্বামী-স্ত্রী'র মধ্যে অশান্তি শুরু হয় ৷ বছরখানেক ধরে এ নিয়ে দাম্পত্যকলহ চরম আকার নেয় ৷

অবশেষে গতকাল সন্ধে নাগাদ মেয়েকে বিষ খাইয়ে নিজেও বিষ পান করেন শ্রীদেবী ৷ সেই সময় সাঞ্জলা বাড়িতে ছিলেন না ৷ তিনি বাড়ি ফিরে দেখেন, স্ত্রী ও মেয়ে ঘরের মেঝেতে পড়ে রয়েছে ৷ দু'জনেরই মুখ দিয়ে গ্যাঁজলা বেরোচ্ছে ৷ তাঁর চিৎকারে গ্রামবাসীরা ছুটে আসেন ৷ তড়িঘড়ি মা-মেয়েকে স্থানীয় হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয় ৷ পরিস্থিতি বুঝে সেখানকার চিকিৎসকরা দু'জনকেই মালদা মেডিক্যালে রেফার করে দেন ৷ আজ ভোরে প্রথমে মৌসুমির মৃত্যু হয় ৷ কিছুক্ষণ পর মারা যান শ্রীদেবীও (woman died by suicide with daughter) ৷

সাঞ্জলা বলেন, "স্ত্রীকে শুধু বলেছিলাম, মেয়ের সঙ্গে ছেলেটাকেও ভালোবাসবে ৷ ওটা মা মরা ছেলে ৷ এতেই ও মানসিক দ্বন্দ্বে ভুগতে শুরু করে ৷ কিন্তু ও যে এই সিদ্ধান্ত নেবে, ভাবতে পারিনি ৷ বিষ কোথায় পেল তাও জানি না ৷ গতকাল বিষয়টি নজরে আসার পর প্রথমে ওদের হাতিমারি স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাই ৷ সেখান থেকে মালদা মেডিক্যালে নিয়ে আসি ৷ কিন্তু বউ আর বেটিকে বাঁচানো যায়নি ৷ দু'জনেই মারা গিয়েছে ৷"

আরও পড়ুন:কোজাগরীর সকালেই পুকুর থেকে উদ্ধার 'গৃহলক্ষ্মী'র দেহ, খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

গাজোল থানার পুলিশ জানিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি ৷ আপাতত দুটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করা হয়েছে ৷

ABOUT THE AUTHOR

...view details