পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Road Accident in Malda : হরিশচন্দ্রপুরে ভোররাতে বেপরোয়া লরির ধাক্কায় মৃত্যু মহিলার, পলাতক চালক - Road Accident in Malda

রোজার প্রস্তুতির মধ্যে পথ দুর্ঘটনায় মৃত্যু হল মুঙ্গেশ বিবি নামে এক মহিলার (Woman Die in A Road Accident in Malda) ৷ মালদার হরিশচন্দ্রপুরের তুলসীহাট গ্রামের ঘটনা ৷ মৃত মহিলা এ দিন ভোররাতে রোজার প্রস্তুতি করছিলেন ৷

Woman Die in A Road Accident in Malda
Woman Die in A Road Accident in Malda

By

Published : Apr 9, 2022, 1:22 PM IST

মালদা, 9 এপ্রিল : রোজার জন্য সবে প্রস্তুতি নিয়েছিলেন ৷ সেই রোজার মধ্যেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ এ দিন সাত সকালে লরির ধাক্কায় মৃত্যু হল মুঙ্গেশ বিবির ৷ আর ঘাতক গাড়িকে ধাওয়া করতে গিয়ে কোনও মতে প্রাণে বাঁচলেন তাঁর স্বামী ৷ ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কের বাইপাসে (Woman Die in A Road Accident in Malda) ৷

মৃত মুঙ্গেশ বিবির বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্ৰামে ৷ স্বামী সাহেব আলি দিনমজুরের কাজ করেন ৷ তাঁদের পাঁচ সন্তান রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, আজ সকালে রোজার প্রস্তুতি শুরু করেছিলেন ওই দম্পতি ৷ ভোররাতে সকালের খাবার খেয়ে স্বামীর রোজার বন্দোবস্ত করছিলেন মুঙ্গেশ বিবি ৷ সেই সময় বাড়ির সামনের গলি পেরিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছিলেন মুঙ্গেশ বিবি ৷ অভিযোগ, সেই সময় একটি লরি বেপরোয়াভাবে এসে মুঙ্গেশ বিবিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷

আরও পড়ুন : Road Accident in Malda : পথ দুর্ঘটনায় মৃত্যু এক মাদ্রাসা পরীক্ষার্থীর, গুরুতর আহত আরও এক

চিৎকার শুনে সাহেব রাস্তায় ছুটে এসে লরিটিকে পালিয়ে যেতে দেখেন ৷ তিনি ঘাতক লরিটিকে ধাওয়া করেন ৷ দৌড়ে কিছুটা দূর গিয়ে লরির ঝুলন্ত দড়ি ধরেও ফেলেন সাহেব ৷ অভিযোগ অভিযুক্ত চালককে লরি থামাতে বললেও, গতি না কমিয়ে আরও বাড়িয়ে দেন ৷ ওই অবস্থায় লরি সাহেবকে ছেঁচড়ে নিয়ে যেতে থাকে ৷ একসময় প্রাণ ভয়ে দড়ি ছেড়ে দেন তিনি ৷ রাস্তায় এক মোটরবাইক চালককে দেখে সেই মোটরবাইক নিয়ে ফের লরির পিছু নেন তিনি ৷ কিছুটা দূর গিয়ে মুঙ্গেশ দেখেন সামনের মোড়ে ঘাতক লরিটি দাঁড়িয়ে রয়েছে ৷ কিন্তু, চালক সেখানে ছিলেন না ৷ এর পর মুঙ্গেশ পুলিশে খবর দেন ৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায় ৷ পাশাপাশি ঘাতক লরিটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ৷ অভিযুক্ত চালকের খোঁজ শুরু করেছ পুলিশ ৷

ABOUT THE AUTHOR

...view details