মালদা, 9 এপ্রিল : রোজার জন্য সবে প্রস্তুতি নিয়েছিলেন ৷ সেই রোজার মধ্যেই পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলার ৷ এ দিন সাত সকালে লরির ধাক্কায় মৃত্যু হল মুঙ্গেশ বিবির ৷ আর ঘাতক গাড়িকে ধাওয়া করতে গিয়ে কোনও মতে প্রাণে বাঁচলেন তাঁর স্বামী ৷ ঘটনাটি ঘটেছে হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েত সংলগ্ন 81 নম্বর জাতীয় সড়কের বাইপাসে (Woman Die in A Road Accident in Malda) ৷
মৃত মুঙ্গেশ বিবির বাড়ি মালদা জেলার হরিশচন্দ্রপুর থানা এলাকার তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের রাড়িয়াল গ্ৰামে ৷ স্বামী সাহেব আলি দিনমজুরের কাজ করেন ৷ তাঁদের পাঁচ সন্তান রয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, আজ সকালে রোজার প্রস্তুতি শুরু করেছিলেন ওই দম্পতি ৷ ভোররাতে সকালের খাবার খেয়ে স্বামীর রোজার বন্দোবস্ত করছিলেন মুঙ্গেশ বিবি ৷ সেই সময় বাড়ির সামনের গলি পেরিয়ে বড় রাস্তার দিকে যাচ্ছিলেন মুঙ্গেশ বিবি ৷ অভিযোগ, সেই সময় একটি লরি বেপরোয়াভাবে এসে মুঙ্গেশ বিবিকে ধাক্কা মেরে পালিয়ে যায় ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর ৷