মালদা, 14 মে: যুবতিকে খুনের অভিযোগ উঠল শওহর সহ শ্বশুরবাড়ির সাত জনের বিরুদ্ধে । অভিযোগ, ওই যুবতীকে তাঁর বাবার কাছ থেকে এক লাখ টাকা আনতে বলে চাপ দেয় স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যরা । এদিকে, যুবতির আব্বা একজন পরিযায়ী শ্রমিক। তিনি বর্তমানে কেরালায় আটকে রয়েছেন । তাই টাকা না পেয়ে যুবতিকে খুন করে ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল । ঘটনায় শওহর সহ দু'জনকে আটক করেছে পুলিশ। রতুয়া 2 ব্লকের মীরজাতপুর গ্রামের ঘটনা ৷
যুবতির নাম ফুলতারা খাতুন (19) ৷ বাপের বাড়ি মীরজাতপুর গ্রামে ৷ সাত মাস আগে তাঁর নিকাহ্ হয় একই গ্রামের যুবক শেখ আইয়ুবের সঙ্গে ৷ আইয়ুব পেশায় রাজমিস্ত্রি ৷ তিনিও ভিনরাজ্যে কাজে গিয়েছিলেন ৷ তবে লকডাউনের আগেই বাড়ি ফিরে আসেন ৷ এখন তাঁর কাজ বন্ধ ৷ অন্যদিকে ফুলতারার আব্বা জামাল খানও পেশায় রাজমিস্ত্রি ৷ তিনি কেরালায় কাজ করতে গিয়ে লকডাউনে আটকে রয়েছেন ৷ তা জানার পরও ফুলতারার বাবার কাছ থেকে 1 লাখ টাকা আনতে চাপ দেয় তাঁর শওহর ও শ্বশুরবাড়ির সদস্যরা । এই নিয়ে দীর্ঘদিন ধরে তাঁর উপর অত্যাচার চালানো হয় বলেও অভিযোগ ।