মালদা,3 জানুয়ারি : জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে শ্লীলতাহানির অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে । ইংরেজবাজারের যদুপুর 2 গ্রাম পঞ্চায়েতের ঘটনা । ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে । ঘটনার পর থেকেই জিতেন পলাতক।
জমি দখলকে কেন্দ্র করে বিবাদের জেরে শ্লীলতাহানি, অভিযুক্ত প্রতিবেশী - accused neighbour missing
পরিবারের অভিযোগ, স্থানীয় বাসিন্দা জিতেন মণ্ডল দলবল নিয়ে বাড়ির জমি দখল করতে এলে তাকে বাধা দেওয়ায় গৃহবধূকে মাটিতে ফেলে মারধর করা হয় । শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ।
english bajar police station
নির্যাতিতার পরিবারের অভিযোগ, আজ সকালে স্থানীয় বাসিন্দা জিতেন মণ্ডল দলবল নিয়ে তাদের বাড়ির সীমানার জমি দখল করতে আসে । সেই সময় বাধা দেওয়ায় ওই গৃহবধূকে মাটিতে ফেলে মারধর করা হয় । শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ ।
নির্যাতিতার স্বামী বলেন, "আজ সকালে জিতেন মণ্ডল আমার জায়গা জবরদখল করে ঘিরে দিতে চাইছিল । বাধা দেওয়ার আমাদের মারধর করে। আমার স্ত্রীর শাড়ি ছিঁড়ে শ্লীলতাহানি করা হয়েছে। আমরা সমস্ত ঘটনা জানিয়ে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেছি ।"