পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

স্বামীদের আকস্মিক মৃত্যুতে দিশেহারা, খুনিদের ফাঁসি চাইছেন স্ত্রীরা - Malda

সদ্য স্বামী হারিয়ে দিশেহারা টিঙ্কু ঘোষ, বিশাখা ঘোষ । মাছ ধরার জাল নিয়ে বিবাদের জেরে গতকাল রাতে খুন হন তাঁদের স্বামী । দোষীদের ফাঁসি চান তাঁরা ।

Aa
Aa

By

Published : Sep 25, 2020, 4:41 PM IST

মালদা, 25 সেপ্টেম্বর : এখনও ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠতে পারেননি টিঙ্কু ঘোষ, বিশাখা ঘোষ ৷ গতকাল রাতে দু’জনই হঠাৎ স্বামীহারা ৷ আচমকা এই বৈধব্য মেনে নিতে পারছেন না তাঁরা ৷ দু’জনেরই ছোটো ছোটো ছেলে-মেয়ে ৷ স্বামীর অবর্তমানে কীভাবে তাদের মানুষ করবেন, ভেবে দিশেহারা ৷ তার উপর টিঙ্কুদেবী যক্ষ্মা রোগী ৷ বছর চারেক ধরে চিকিৎসা চললেও এখনও সুস্থ হতে পারেননি ৷ আর সুস্থ হতে পারবেন কি না, জানেন না কেউ ৷ তবে গোটা গ্রামে এখন একটাই আওয়াজ, যারা এই হত্যাকাণ্ডে জড়িত, তাদের ফাঁসি দিতে হবে ৷

সামান্য মাছ ধরার জাল নিয়ে বিবাদের জেরে গতকাল রাতে ইংরেজবাজার থানার পার্বত্যা গ্রামে কুপিয়ে খুন করা হয়েছে দুই যুবককে ৷ নিহত ফুলচাঁদ ঘোষ (32) ও অর্জুন ঘোষ (30) দুধ বিক্রি করে সংসার চালাতেন ৷ এই গ্রামের সিংহভাগ বাসিন্দাই দুধের কারবার করেন ৷ ফুলচাঁদের স্ত্রী বিশাখা ৷ তাঁদের দুই ছেলে, দুই মেয়ে ৷ বিয়ের পর ফুলচাঁদরা তিন ভাই আলাদাই থাকেন ৷ বৃদ্ধ বাবা-মা থাকতেন ফুলচাঁদের কাছে ৷ ছেলের হঠাৎ মৃত্যুতে তাঁদের আশ্রয়ও যেন খানিকটা নড়বড়ে হয়ে গিয়েছে ৷ ফুলচাঁদের ভাই সোনা ঘোষ বলেন, “গ্রামের একটি পুকুর দেখাশোনা করে রাজেশ রায় ৷ তার বাড়ি আমাদের বাড়ি থেকে খানিকটা দূরে ৷ ওই পুকুর থেকে একটি নেট চুরি যায় ৷ এনিয়ে গতকাল বিকালে পুকুরপাড়েই দাদার সঙ্গে ওর ঝামেলা বাধে ৷ রাতে দাদা বাড়িতে ফেরার পর এখানেও ঝামেলা হচ্ছিল ৷ আমরা ঝামেলা থামাতে যাই ৷ সেই সময় রাজেশরা দাদা আর অর্জুনের পেটে ভোজালি ঢুকিয়ে দেয় ৷ তড়িঘড়ি হাসপাতাল নিয়ে যাওয়া হলেও ওদের বাঁচানো যায়নি ৷ দাদার চার ছেলেমেয়ে ৷ সবাই ছোটো ৷ ও আলাদা থাকত ৷ ওর উপার্জনেই সংসার চলত ৷ এখন ওর পরিবার কীভাবে চলবে জানি না ৷ আমাদেরই দেখতে হবে ৷ তবে যারা ওদের খুন করেছে, তাদের ফাঁসি চাই ৷”

খুনিদের ফাঁসির দাবিতে সরব অর্জুনের দিদি সুনীতা ঘোষও । বলেন, “রাত 8টার সময় রাজেশ ফোন করে অর্জুনকে ডাকে ৷ বলে, এখানে ঝামেলা হয়েছে ৷ সেকথা শুনে ভাই সেখানে যায় ৷ ওরা আগে থেকেই তৈরি ছিল ৷ ভাইয়ের হাত-পা ধরে ওর পেটে ভোজালি ঢুকিয়ে দিয়েছে ৷ ভাইয়ের সঙ্গে ওদের কোনও শত্রুতাও ছিল না ৷ ভাইরা এদিক ওদিক ঘোরে ৷ শুধুমাত্র পুকুরের জাল চুরির সন্দেহে ওকে খুন করে দিল ৷ অর্জুন ওদের বলেছিল, সকাল হলে জাল চুরির ঘটনা নিয়ে গ্রামে বৈঠক ডাকা হবে ৷ সেখানে সবকিছুর নিষ্পত্তি হবে ৷ কিন্তু ওরা কোনও কথা শোনেনি ৷ আমরা কিছু চাই না, শুধু ওদের ফাঁসি চাই ৷”

স্বামীহারা টিঙ্কুদেবী কথা বলার অবস্থায় ছিলেন না ৷ কোনওরকমে বলেন, “গতকাল রাতে ফোন করে ডেকে আমার স্বামীকে ওরা খুন করল ৷ প্রথমে ওদের সঙ্গে আমার দেওর ভীম ঘোষের ঝামেলা লেগেছিল ৷ সেই ঝামেলা মেটাতেই রাজেশ আমার স্বামীকে ফোন করে ডেকেছিল ৷ আমার তিনটে ছোটো ছোটো ছেলে-মেয়ে ৷ আমি নিজে যক্ষ্মা রোগী ৷ চার বছর ধরে চিকিৎসা করিয়েও সুস্থ হইনি ৷ স্বামীর অবর্তমানে ছেলে-মেয়েদের কীভাবে মানুষ করব, জানি না ৷”

আজ ঘটনাস্থানে তদন্তে যান DSP (সদর) প্রশান্ত দেবনাথ ৷ তিনি এনিয়ে কিছু না বললেও পুলিশ সুপার অলোক রাজোরিয়া জানিয়েছেন, “গ্রাম্য বিবাদের জেরে গতকাল রাতে পার্বত্যা গ্রামে দু’জন খুন হয়েছেন ৷ এই ঘটনায় আপাতত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে ৷ বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে ৷ আজ দু'টি মৃতদেহেরই ময়নাতদন্ত করা হয়েছে ৷ গ্রামে পুলিশি টহল জারি রয়েছে ৷” গতকালের ঘটনায় মূল অভিযুক্ত রাজেশ রায় ও পাণ্ডব রায়সহ নিমাই রায় ও তার ছেলে তাপস রায়কে গ্রেপ্তার করা হয়েছে ৷ তবে আরও কয়েকজন অভিযুক্ত পলাতক ৷ তাদের খোঁজে পুলিশি তল্লাশি জারি রয়েছে ৷

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details