মালদা, 29 জুন: করোনার বিধিনিষেধ শিথিল করে আগামী 1 জুলাই থেকে 50 শতাংশ যাত্রী নিয়ে সরকারি ও বেসরকারি বাস চালানো যাবে বলে জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । তাঁর এই ঘোষণা মেনে মালদা জেলায় বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছেন বেসরকারি বাস মালিকরা । কিন্তু তারা জানিয়ে দিয়েছেন, সরকারি সিদ্ধান্ত না হলেও আগামী 1 জুলাই থেকে যাত্রীদের বাসে উঠলেই বর্ধিত ভাড়া দিতে হবে । তা নাহলে বাস চালানো অসম্ভব । তাঁদের এই সিদ্ধান্তের ফলে আগামীদিনে জেলায় যাত্রী পরিবহণে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ।
করোনার জেরে দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে সরকারি ও বেসরকারি বাস পরিষেবা । তবে সংক্রমণ কমার সঙ্গে সঙ্গে রাজ্যে বেশ কিছু বিধিনিষেধ শিথিল করার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী । ইতিমধ্যেই তিনি জানিয়েছেন, আগামী 1 জুলাই থেকে করোনা বিধিনিষেধ আরও কিছুটা শিথিল করা হচ্ছে । গোটা রাজ্যে 50 শতাংশ যাত্রী নিয়ে চলাচল করতে পারবে সরকারি ও বেসরকারি বাস । একই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ট্রেন ছাড়া অন্যান্য যাত্রী পরিবহণ ক্ষেত্রেও ।
মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় খানিকটা হাঁফ ছেড়ে বেঁচেছেন জেলার বেসরকারি বাস মালিকরা । ইতিমধ্যেই অনেক পরিবহণ শ্রমিক সংসার চালাতে পেশা বদলে ফেলেছেন । তাঁরাও ফের সুদিনের আশায় দিন গোনা শুরু করেছেন । কিন্তু মালিকপক্ষের বক্তব্য, পুরনো ভাড়ায় তাঁরা বাস পথে নামাতে পারবেন না । সরকার ভাড়া বাড়ানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত না নিলেও আগামী 1 জুলাই থেকে তাঁরা বর্ধিত হারেই যাত্রীদের কাছ থেকে ভাড়া নেবেন ।