মালদা, ১৪ ফেব্রুয়ারি : এক সদ্যোজাতকে বদলে দেওয়ার অভিযোগ উঠল মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালের বিরুদ্ধে। পরিবারের অভিযোগের তির মালদা মেডিকেলের প্রসূতি বিভাগের নার্সদের দিকে। শেষ পর্যন্ত নিজেদের সন্তানকে ফিরে পেয়েছেন ওই দম্পতি। ঘটনাটি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে মালদা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ।
ইংরেজবাজার ব্লকের নরহাট্টা পঞ্চায়েতের লক্ষ্মীঘাটের সাগরী বসাকের আজ ভোরে প্রসব যন্ত্রণা শুরু হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দেন তিনি। সেইসময় সন্তানের ছবি মোবাইল ফোনে তুলে রাখেন তাঁর স্বামী স্বরূপ। এরপর সাগরীকে মেডিকেলের প্রসূতি বিভাগে নিয়ে যাওয়া হয়। সদ্যোজাতকে পরিষ্কার করার জন্য নার্সরা ভিতরে নিয়ে যায় ও কিছুক্ষণ পরে জানায় সাগরীর সন্তান বেঁচে নেই। এরপর একটি মৃত পুত্রসন্তান স্বরূপের হাতে তুলে দেওয়া হয়।