মালদা, 17জানুয়ারি: পরকীয়ায় লিপ্ত স্ত্রী'য়ের পথে কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন স্বামী। প্রেমিককে সঙ্গে নিয়ে সেই কাঁটা উপড়ে ফেলল স্ত্রী ৷ এমনকী স্বামীকে খুনের পর গল্পও ফেঁদেছিল ওই মহিলা ৷ কিন্তু শেষ পর্যন্ত রেহাই মিলল না ৷ অবশেষে পুলিশের জালে অভিযুক্ত। পুরো ঘটনায় ওই মহিলাকে সাহায্য করেছিল তার প্রেমিক। মহিলার স্বামী ছিলেন পেশায় টোটো চালক ৷ ঘটনায় স্ত্রী'কে গ্রেফতার করে বুধবার মালদা জেলা আদালতে পেশ করে ইংরেজ বাজার থানার পুলিশ। আদালত পাঁচদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে অভিযুক্তকে ৷
পুলিস সূত্রে খবর, প্রাথমিক জেরায় অভিযুক্ত স্বীকার করে নিয়েছে খুনের কথা ৷ নিহতের স্ত্রী জানায়, দু’বছর তাদের বিয়ে হয়েছে । দু'জনের একটি মেয়েও আছে ৷ স্বামী প্রথম থেকেই তার ওপর অত্যাচার চালাত। সেই কারণে গলায় ওড়না জড়িয়ে স্বামীকে হত্য়া করেছে সে। এই কাজে তাকে তার প্রেমিক সাহয্য করেছে ৷ ওই মহিলার প্রেমিকের খোঁজে তদন্ত শুরু করেছে পুলিশ ৷
মালদার ইংরেজ বাজার এলাকার নেতাজি কলোনির বাসিন্দা ওই টোটো চালক ৷ গতকালই তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয় ৷ পরিবারের পক্ষ থেকে খুনের অভিযোগ দায়ের করা হয় ৷ সেই অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করে পুলিশ ৷ তদন্তে নেমেই পুলিশ নিহতের স্ত্রী'র সঙ্গে কথা বলে ৷ সামনে আসে পরকীয়া তত্ত্ব। জানা যায়, মহিলার সঙ্গে বেশ কিছুদিন ধরে এক যুবকের ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল। বিষয়টি জানতে পেরে গিয়েছিলেন ওই টোটো চালক। এ নিয়ে পরিবারে প্রায় দিনই অশান্তি লেগে থাকত। ঘটনার আগেও দিনও পরিবারে অশান্তি হয়েছিল ৷ তাই স্বামীকে খুনের পরিকল্পনা করে সে ৷ প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে শ্বাসরোধ করে খুন করে সে ৷ এমনটাই জানানো হয়েছে পুলিশ সূত্রে ৷
পুলিশি জেরায় নিহতের স্ত্রী প্রথমে জানায়, তাঁর স্বামী বাইরে গিয়েছিলেন ৷ সেই সময়েই কেউ বা কারা ওই টোটো চালককে খুন করেন ৷ রাতে কোনও যানবাহন না-থাকায় এবং প্রতিবেশীরা কেউ এগিয়ে না-আসায় স্বামীকে হাসপাতালে আনতে পারেনি সে। ওই মহিলার বয়ানেই সন্দেহ হয় পুলিশের ৷ এরপরই পুলিশ অভিযুক্তকে আটক করে জেরা করা শুরু করে ৷ জেরায় নিহতের স্ত্রী স্বামীকে খুনের কথা স্বীকার করে নেয় ৷ সবমিলিয়ে পুলিশের চোখে ধুলো দেওয়ার হাজার চেষ্টা করেও আপাতত শ্রীঘরই ঠিকানা স্ত্রী'র ৷
আরও পড়ুন:
- পরকীয়া সন্দেহে গৃহবধূর চুল কেটে মারধরের অভিযোগ
- পরকীয়া ফাঁস হয়ে যাওয়ায় পরিবারের তিন সদস্য়কে খুনের ষড়যন্ত্র, দু’মাস পর ধৃত বধূ
- পরকীয়া সন্দেহে স্ত্রীকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ, থানায় আত্মসমর্পণ অভিযুক্তের