পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Husband Kills Wife: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন, পলাতক অভিযুক্ত স্বামী - বিবাহ বর্হিভূত সম্পর্ক

Woman Hacked to Death: স্ত্রী বিউটি পার্লারে কাজ করতেন ৷ তা পছন্দ ছিল না স্বামীর ৷ এ নিয়ে প্রায়শই তাঁদের মধ্যে অশান্তি লেগেই থাকত ৷ এর জেরেই স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷

Husband Kills Wife
স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুন স্বামীর

By ETV Bharat Bangla Team

Published : Nov 15, 2023, 12:02 PM IST

পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে কুপিয়ে খুন

মালদা, 15 নভেম্বর: পারিবারিক বিবাদের জেরে স্ত্রীকে ছুরি দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ স্বামীর বিরুদ্ধে । মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে পুখুরিয়া থানার শিমলা এলাকায় । ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক । দেহটি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুখুরিয়া থানার পুলিশ । মৃত গৃহবধূর নাম সুপ্রিয়া সিংহ ওরফে দীপা (35)। বাড়ি রতুয়ার মণিপুরে ।

পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় 11 বছর আগে রতুয়ার মুনচা এলাকার বাসিন্দা সুজিত সিংহের সঙ্গে বিয়ে হয় সুপ্রিয়ার । তাঁদের একটি পুত্র সন্তান রয়েছে । অভিযোগ, গত তিন বছর ধরে সুপ্রিয়া বাড়ি যাননি । তিনি মালদা শহরের একটি বিউটি পার্লারে কাজ করতেন । এ নিয়ে পরিবারে অশান্তি লেগেই থাকত। কালীপুজোর রাতে সুপ্রিয়া ছেলেকে নিয়ে পুজো দিতে বাবার বাড়িতে যান । সেখানেই স্বামীর সঙ্গে দেখা হয় তাঁর । মঙ্গলবার সুপ্রিয়া শ্বশুরবাড়ি যাওয়ার বদলে ছেলেকে নিয়ে মালদা শহরে ফিরছিলেন । সেই সময় সুজিত ছুরি দিয়ে সুপ্রিয়াকে একাধিক কোপ মারে বলে অভিযোগ । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে প্রথমে আড়াইডাঙা গ্রামীণ হাসপাতাল ও পরে মালদা মেডিক্যালে নিয়ে আসা হয় ।

কর্তব্যরত চিকিৎসকরা সুপ্রিয়াকে মৃত বলে ঘোষণা করেন । মৃত বধূর শাশুড়ি মিনতি সিং বলেন, "জ্যাঠতুতো ভাই বিহার থেকে আমাদের ফোনে জানায় মেলাতে আমার বউমাকে ছুরি মেরেছে ছেলে । ছোটো বাচ্চা থাকা সত্ত্বেও গত তিন বছর ধরে সংসারে আগ্রহী ছিল না বউমার । সংসার ছেড়ে বাবার বাড়িতে থাকতে শুরু করে সে । পরে সেখান থেকে অন্য এক জায়গায় চলে যায় । আজ ছেলে বউমাকে ফোন করে ডেকেছিল নাকি বউমা নিজেই নিজের বাড়িতে জিনিসপত্র নিতে গিয়েছিল, তা জানা নেই । চিকিৎসকরা বলছেন বউমা মারা গিয়েছে ।"

পুখুরিয়া থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত স্বামীর খোঁজ চলছে । এই ঘটনায় এখনও পরিবারের তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়নি । এই ঘটনার সঙ্গে বিবাহ বর্হিভূত সম্পর্কের যোগ থাকতে পারে বলে মনে করছেন তদন্তকারী অফিসাররা ।

আরও পড়ুন:

  1. এক কোপে ধড় থেকে স্ত্রীর মাথা আলাদা করে থানায় আত্মসমর্পণ স্বামীর !
  2. স্ত্রীর এক হাত, দুই পা কেটে দিল মদ্যপ স্বামী !
  3. ব্লেড দিয়ে স্ত্রীর মুখে আঘাত, গ্রেফতার স্বামী

ABOUT THE AUTHOR

...view details