মালদা, 2 জুলাই : নতুন বাইকের চাহিদাপূরণ না করায় এক যুবতিকে খুন করল শহওর ৷ মৃত যুবতির নাম বিউটি বিবি (20) ৷ বিউটির শহওরের বিরুদ্ধে অভিযোগ , নিকাহর পর পণ মিটিয়ে দেওয়া সত্ত্বেও বিউটিকে তাঁর আব্বার বাড়ি থেকে মোটরবাইক কেনার টাকা নিয়ে আসার জন্য চাপ দিচ্ছিল অভিযুক্ত ৷ শওহরের সেই প্রস্তাবে রাজি হয়নি বিউটি ৷ তারপরই বিউটিকে খুন করা হয় বলে অভিযোগ ৷ এই অভিযোগের ভিত্তিতে মৃতার আব্বার বাড়ির তরফে শওহর সহ নয়জনের বিরুদ্ধে স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয় ৷ তবে অভিযুক্তরা সবাই এলাকা ছেড়ে পালিয়েছে৷ তদন্তে নেমেছে পুলিশ ৷ ঘটনাটি রতুয়া 2 ব্লকের আড়াইডাঙা গ্রাম পঞ্চায়েতের চাঁদপাড়া গ্রামে৷
বাইক কেনার টাকা আনেনি বিবি, শ্বাসরোধ করে খুনের অভিযোগ - chadapara
আব্বার বাড়ি থেকে মোটরবাইক কেনার টাকা আনার জন্য বিবিকে চাপ দিচ্ছিল শওহর৷ সেই দাবি না মানায় বিবিকে শ্বাসরোধ করে খুনের অভিযোগ৷
জানা গেছে, মৃত যুবতি বিউটি প্রেম করত গ্রামেরই যুবক জাকির খানের সঙ্গে ৷ বছর তিনেক আগে তাদের এই প্রেম নিকাহে পরিণত হয়৷ জাকির পেশায় শ্রমিক৷ ভিনরাজ্যে কাজ করে সে৷ দুই পরিবারই নিম্নবিত্ত৷ নিকাহের সময় জাকিরের পরিবারের পক্ষ থেকে একাধিক পণ দাবি করা হয়৷ মৃতার পরিবারের দাবি যে সেই পণ মিটিয়েও দেওয়া হয়েছিল৷ কিন্তু বছরখানেক আগে থেকে জাকিরের নতুন বায়না, মোটরবাইক লাগবে তার৷ বাইকের জন্য সে বিউটিকে আব্বার ঘর থেকে টাকা আনতে বলে৷ কিন্তু বিউটি সাফ জানিয়ে দেন, তাঁর আব্বা সমস্ত পণ মিটিয়েই তাঁর নিকাহ দিয়েছেন৷ তিনি নতুন কোনও পণের জন্য আব্বাকে কিছু বলতে পারবেন না৷ এতেই বিউটির উপর ক্ষিপ্ত হয়ে ওঠে জাকির ও তার বাড়ির লোকজন৷ প্রায়শই বিউটিকে মারধর করা হত৷ কিন্তু সেসব কথাও বিউটি কাউকে কোনওদিন বলেননি৷ গতকাল রাতে বিউটি খুন করা হয় ৷ তারপর খবর দেওয়া হয় বিউটির আব্বাকে৷ খবর পেয়ে মৃতার পরিবার যখন বিউটির শহওরের বাড়িতে পৌঁছায় তখন দেখেন যে ঘরের দাওয়ায় বিউটির নিথর দেহ পড়ে রয়েছে৷ সেখানে রয়েছে গ্রামের পঞ্চায়েত সদস্যও৷ বিউটির আব্বাদের দাবি ,ওই সদস্য টাকাপয়সার বিনিময়ে বিষয়টি মিটিয়ে নেওয়ার জন্য বিউটির আব্বাদের চাপ দিতে থাকে৷ যদিও সেই চাপে মাথা নোয়াননি বিউটির আব্বারা৷ খবর দেওয়া হয় স্থানীয় পুখুরিয়া থানায়৷ খবর পেয়েই থানার OC ঝোটন প্রসাদের নেতৃত্বে ঘটনাস্থানে চলে আসে পুলিশ৷ পরিস্থিতি বেগতিক দেখে সেখান থেকে সরে পড়ে জাকিরের পরিবারের প্রতিটি সদস্য৷ সরে পড়ে পঞ্চায়েত সদস্যও৷ বিষয়টি নিয়ে, বিউটির চাচা মন্টু শেখ বলেন, "বিউটিকে ওরা খুনই করেছে৷ ঘটনার পর থেকে ওদের কারও দেখা নেই৷ সবাই এলাকা ছেড়ে পালিয়েছে৷ এই ঘটনায় জাকির, তার বাড়ির লোকজন, পঞ্চায়েতের জনপ্রতিনিধি সহ মোট নয়জনের বিরুদ্ধে পুখুরিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ আমরা এদের সবার কঠোর শাস্তি দাবি করছি৷"
পুখুরিয়া থানার OC ঝোটন প্রসাদ জানিয়েছেন, "অভিযোগের ভিত্তিতে নয়জনের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে৷ অভিযুক্তরা সবাই এলাকা ছেড়ে পালিয়েছে৷ তাদের খোঁজে তল্লাশি চলছে৷ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেলে পাঠানো হয়েছে৷ তার রিপোর্ট পাওয়ার পরেই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে৷" যদিও ওই থানার একটি সূত্র জানাচ্ছে, শ্বাসরোধের কারণেই যে বিউটির মৃত্যু হয়েছে তা একপ্রকার নিশ্চিত৷ মৃতদেহের প্রাথমিক তদন্তে তা ধরা পড়েছে৷ তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরেই এই ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে৷