পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

রাজ্যে 'জয় বাংলা' স্লোগান কেন সরকারিভাবে? প্রশ্ন BJP-র - জয় শ্রীরাম

'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে এর পাল্টা 'জয় বাংলা' স্লোগানও প্রচার করা হয় । তবে বিতর্কের সূত্রপাত এইবার অন্য জায়গায় । সরকারিভাবে কেন বাংলাদেশের এই স্লোগানকে মালদার পাশাপাশি গোটা জেলায় প্রচার করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে BJP ।

পোস্টার

By

Published : Jun 28, 2019, 6:10 AM IST

Updated : Jun 28, 2019, 1:25 PM IST

মালদা, 28 জুন : 'জয় শ্রীরাম' স্লোগান নিয়ে রাজ্যে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে। তৃণমূলের পক্ষ থেকে এর পাল্টা 'জয় বাংলা' স্লোগানও প্রচার করা হয় । তবে বিতর্কের সূত্রপাত এইবার অন্য জায়গায় । সরকারিভাবে কেন বাংলাদেশের এই স্লোগানকে মালদার পাশাপাশি গোটা জেলায় প্রচার করানো হচ্ছে তা নিয়ে প্রশ্ন তুলেছে BJP ।

সম্প্রতি মালদার বিভিন্ন এলাকায় রাজ্য সরকারের পক্ষ থেকে 'জয় হিন্দ ও জয় বাংলা' স্লোগান লেখা ফ্লেক্স লাগানো হয়েছে । তথ্য ও সংস্কৃতি দপ্তরের সেই ফ্লেক্সে রয়েছে একাধিক মনীষীর ছবি, উপরের অংশে লেখা রয়েছে 'বাংলা মোদের গর্ব' । রয়েছে 'জয় হিন্দ ও জয় বাংলা' স্লোগানও । তবে, এই স্লোগান প্রচারের জন্য সরকারের প্ল্যাটফর্ম ব্যবহার করা কতটা ঠিক সেই প্রশ্ন করেছেন BJP-র জেলা সভাপতি সঞ্জিৎ মিশ্র ।

আরও পড়ুন :সভা থেকে ফেরার পথে আক্রান্ত BJP কর্মীরা, অভিযুক্ত তৃণমূল

ETV ভারতকে সঞ্জিৎবাবু বলেন, "মালদার বিভিন্ন জায়গায় 'জয় হিন্দ ও জয় বাংলা' স্লোগান লেখা পোস্টার লাগানো হয়েছে । এর থেকেই স্পষ্ট মুখ্যমন্ত্রী আমাদের 'জয় শ্রীরাম' স্লোগানের পালটা হিসাবে 'জয় হিন্দ ও জয় বাংলা' স্লোগান ব্যবহার করছেন । কিন্তু প্রশ্ন হচ্ছে, দিদির যদি সামান্যতম নৈতিকতাবোধ থাকত, তাহলে তিনি দলীয় স্লোগানকে সরকারি স্লোগানে পরিণত করতেন না ।''

BJP-র জেলা সভাপতি আরও বলেন, ''পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি দপ্তরের সৌজন্য এই দুই স্লোগানের প্রচার চালানো হচ্ছে । সেই প্রচারে বিশ্ববাংলার লোগোও ব্যবহার করা হয়েছে । একদিকে 'জয় শ্রীরাম' বলতে বারণ করছেন অন্যদিকে তার পরিবর্তে 'জয় বাংলা ও জয় হিন্দ' বলার জন্য সবাইকে উৎসাহিত করছেন । 'জয় হিন্দ' আমাদের প্রিয় স্লোগান কিন্তু 'জয় বাংলা' আমাদের নয়, বাংলাদেশের স্লোগান ।''

এর পরই তাঁর অভিযোগ, দিদি পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশে রূপান্তরিত করতে চাইছেন । ওনার মনে বাংলার জন্য কোনও ভালোবাসা আছে বলে আমার মনে হয় না ।

Last Updated : Jun 28, 2019, 1:25 PM IST

ABOUT THE AUTHOR

...view details