মালদা, 8 জুন: উত্তরবঙ্গে প্রবেশ করেছে মৌসুমি বায়ু ৷ হাতে আর কয়েকটা দিন৷ তারপরেই বর্ষা ঢুকে পড়বে মালদায় ৷ বর্ষার আগে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভাঙন রোধের কাজ ৷ সেই কাজ অত্যন্ত নিম্নমানের হচ্ছে বলে অভিযোগ করেছিলেন স্থানীয়রা ৷ সোমবার মানিকচকে সেই কাজ খতিয়ে দেখতে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন ।
মন্ত্রীকে সামনে পেয়ে নিজেদের অভিযোগ তুলে ধরেন স্থানীয়রা । প্রতি বছর বর্ষার আসতেই ভাঙন শুরু হয় মানিকচকের গঙ্গা তীরবর্তী এলাকাগুলিতে৷ বানভাসিরা প্রতিবছর অভিযোগ করে থাকেন, বর্ষা আসার পরে ভাঙন রোধের কাজ শুরু করে প্রশাসন ৷ সেচ নিয়ে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশিকার পর যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভাঙন রোধের কাজ ৷
সেচ দফতর সূত্রে জানা গিয়েছে, মানিকচকের ভুতনি চরে সুখসেনা ঘাট এলাকায় 6 কোটি 50 লক্ষ টাকা ব্যয়ে বালির বস্তা ফেলে শুরু হয়েছে ভাঙন রোধের কাজ । সেই কাজ শুরু হওয়ার পরেই স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন ঠিকাদার সংস্থা নিম্নমানের ভাঙন রোধের কাজ করছে ৷
ভাঙনরোধের কাজ খতিয়ে দেখতে মানিকচকে সাবিনা ইয়াসমিন সোমবার ওই এলাকায় ভাঙন রোধের কাজ পরিদর্শনে যান রাজ্যের সেচ প্রতিমন্ত্রী সাবিনা ইয়াসমিন । সঙ্গে ছিলেন মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি কবিতা মণ্ডল, ভুতনি থানার ওসি কুণাল দাস সহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা ।
সাবিনা বলেন, "ভাঙন রোধের কাজের ধরন খানিক পরিবর্তন করা হয়েছে ৷ আগে বোল্ডার দিয়ে কাজ করা হত ৷ মালদাতে এই প্রথম বোল্ডার ছাড়া ভাঙন রোধের কাজ করা হচ্ছে ৷ বোল্ডার দিয়ে কাজ করা হলে, কোনও ভাবে যদি বোল্ডার সরে যেত তবে সেই জায়গা আর ধরে রাখা যাচ্ছিল না৷ সেই কারণে এখন নতুন একটি পদ্ধতিতে ভাঙন রোধের কাজ করা হচ্ছে৷ যদি এই পদ্ধতি যদি ঠিকঠাক কাজ করে তবে পরবর্তীতে এই পদ্ধতিতে কাজ করা হবে৷ "
স্থানীয়দের অভিযোগের প্রসঙ্গে সাবিনা বলেন, "স্থানীয় বাসিন্দা যাঁরা অভিযোগ করছেন ভাঙন রোধের কাজ নিম্নমানের হচ্ছে, তাঁদের অভিযোগ ভুল নয় ৷ কারণ তাঁরা এতদিন বোল্ডার দিয়েই কাজ দেখে এসেছেন ৷ আমি এনিয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছি৷ কিছু অভিযোগ এসেছে সেই অভিযোগ খতিয়ে দেখছি৷ মুখ্যমন্ত্রী কয়েকদিন আগেই সেচ দপ্তরের ওপরে ক্ষোভ প্রকাশ করেছেন ৷ তাঁর নির্দেশ অনুযায়ী কাজ হচ্ছে ৷ কোথাও দুর্নীতির সঙ্গে আপোশ হবে না ৷”
আরও পড়ুন :চাঁচলে শিশু সুরক্ষা কিট তুলে দেওয়া হল 4 মহিলা সিভিক ভলান্টিয়ারের হাতে
সাবিনা আরও বলেন, "বামফ্রন্টের আমল থেকে আমরা দেখে এসেছি সেচ দফতর দুর্নীতির আখরা ছিল ৷ সেই জায়গা থেকে ঘুরে দাঁড়াতে মুখ্যমন্ত্রী কড়া নির্দেশ দিয়েছেন ৷ সময় লাগবে কিন্তু আমরা দুর্নীতিকে বন্ধ করব ৷"