পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় আরও 400 বেডের কোভিড ইউনিট গঠনের পরিকল্পনা রাজ্যের - মালদার করোনা ভাইরাসের খবর

স্বাস্থ্য দফতরের আশঙ্কা, মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে ৷ সেদিকে নজর রেখেই রাজ্য স্বাস্থ্য দফতর মালদা মেডিকেলে 400 বেডের আরও একটি কোভিড ইউনিট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ৷

COVID 19 Units in Malda
ছবি

By

Published : May 4, 2021, 4:00 PM IST

মালদা, 5 মে : দ্বিতীয় ঢেউয়ে উত্তরবঙ্গে মালদা ও শিলিগুড়ির করোনা পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ ৷ এই দুই জায়গায় প্রতিনিয়ত বাড়ছে সংক্রমিতের সংখ্যা ৷ মৃত্যুও বাড়ছে ৷ জেলায় পরিস্থিতি যাতে নাগালের বাইরে না চলে যায়, তার জন্য বিশেষ পরিকল্পনা নিচ্ছে রাজ্য স্বাস্থ্য দফতর ৷ তার মধ্যে অন্যতম, মালদা মেডিকেলে আরও একটি 400 বেডের কোভিড ইউনিট তৈরি করা ৷

ইতিমধ্যে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের কাছে রাজ্য স্বাস্থ্য দফতরের সেই নির্দেশিকা এসে পৌঁছেছে ৷ যদিও এই নিয়ে ক্যামেরায় কোনও মন্তব্য করতে চাননি মেডিকেলের অধ্যক্ষ ৷ তবে তিনি জানিয়েছেন, এখন মেডিকেলে যে কোভিড ইউনিট রয়েছে, তাতে বেডের সংখ্যা আরও বাড়ানো হচ্ছে ৷ বসানো হচ্ছে অক্সিজেন প্ল্যান্টও ৷ এরই মধ্যে মেডিকেলের অনেক চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীও করোনা সংক্রমিত হয়েছেন ৷ এই অবস্থায় বিভিন্ন বিভাগ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীকে এনে করোনা পরিস্থিতি মোকাবিলার চেষ্টা করছে মেডিকেল কর্তৃপক্ষ ৷

বর্তমানে মালদা মেডিকেলের ট্রমা কেয়ার ইউনিট ভবনে 175 বেডের একটি কোভিড ইউনিট চালু রয়েছে ৷ সেখানে 20 টি ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বেড রয়েছে ৷ ওই বিভাগে আরও 25 টি বেড বাড়ানোর প্রক্রিয়া শুরু হয়েছে ৷ কারণ, প্রায় প্রতিদিনই অসংখ্য করোনা আক্রান্ত মেডিকেলে এসেও বেডের অভাবে ভর্তি হতে না পেরে ফিরে যাচ্ছেন ৷ এদিকে রাজ্য স্বাস্থ্য দফতরের আশঙ্কা, মে মাসের মাঝামাঝি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত করোনা সংক্রমণ ভয়াবহ আকার নেবে ৷ সেদিকে নজর রেখেই রাজ্য স্বাস্থ্য দফতর মালদা মেডিকেলে 400 বেডের আরও একটি কোভিড ইউনিট গঠন করার সিদ্ধান্ত নিয়েছে ৷

মেডিকেল সূত্রের খবর, স্বাস্থ্য ভবনের তরফে যে নির্দেশিকা এসেছে তাতে বলা হয়েছে, সম্পূর্ণ আলাদা ভবনে নতুন ওই কোভিড ইউনিট তৈরি করতে হবে ৷ সেখানে পাইপলাইনে অক্সিজেন সরবরাহের ব্যবস্থা থাকতে হবে ৷ কিন্তু এই মুহূর্তে মেডিকেলে ফাঁকা কোনও ভবন নেই ৷ তাই প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, বর্তমানে ফাঁকা ট্রমা কেয়ার ইউনিট ভবনের কোনও একটি তলে নতুন সেই ইউনিট গঠন করা হবে ৷ এই নিয়ে গতকাল স্বাস্থ্য ভবনের আধিকারিকদের সঙ্গে অনলাইনে বৈঠকও করেছেন অধ্যক্ষ ৷ কিন্তু সেই বৈঠকের পর তিনি এখনও কোনও নির্দেশিকা জারি করেননি ৷ ফলে কবে সেই নতুন ইউনিট চালু হবে, তা কেউ বলতে পারছে না ৷

মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে 400 বেডের কোভিড ইউনিট তৈরির পরিকল্পনা স্বাস্থ্য দফতরের

মালদা মেডিকেলের অধ্যক্ষ পার্থপ্রতিম মুখোপাধ্যায়কে নতুন 400 বেডের কোভিড ইউনিট গঠন নিয়ে রাজ্য স্বাস্থ্য দফতরের নির্দেশিকার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বিশেষ কিছু বলতে চাননি ৷ তিনি শুধু বলেন, “এখানে যে কোভিড ইউনিট রয়েছে, তাতে আজ 155 জন আক্রান্ত ভর্তি রয়েছেন ৷ এই ইউনিটে আমরা কিছু বেড বাড়িয়েছি ৷ এখানে প্রতিনিয়ত সমস্ত ধরনের পরীক্ষা করা হচ্ছে ৷ লালারসের পরীক্ষায় প্রতিদিন 45 থেকে 50 শতাংশ নমুনা পজিটিভ পাওয়া যাচ্ছে ৷ এটা একটু চিন্তার বিষয় ৷ এখানে একটি এলএমও ট্যাঙ্ক বসানোর প্রস্তাব রয়েছে ৷ তার কাজও শুরু হয়েছে ৷ আশা করি, দু’সপ্তাহের মধ্যে সেই কাজ শেষ হয়ে যাবে ৷ সেক্ষেত্রে অক্সিজেনের কোনও সমস্যা থাকবে না ৷ এখন আমরা সিলিন্ডারের মাধ্যমে রোগীদের অক্সিজেন দিচ্ছি ৷ অক্সিজেন নিয়ে এখনও পর্যন্ত তেমন কোনও সমস্যা হয়নি ৷ মেডিকেলের বেশ কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমিত হয়েছেন ৷ আমরা বিভিন্ন বিভাগ থেকে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী এনে করোনা পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছি ৷ ঊর্ধ্বতন কর্তৃপক্ষেরও সহযোগিতা পেলে আমরা এখানে আরও বেড বাড়াব ৷”

ABOUT THE AUTHOR

...view details