পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, গুলি আহত পঞ্চায়েত প্রধানের ভাই - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে একে অপরকে লক্ষ্য করে গুলি চালালেন পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্য ৷ তবে, গোটা ঘটনায় তাদের কিছু না হলেও, পঞ্চায়েত প্রধানের ভাই গুলি লেগে আহত হয়েছেন ৷ মালদার কালিয়াচকের সুজাপুরের ঘটনায় পুলিশ 3জনকেই আটক করেছে ৷

shoot out between tmcs panchayet pradhan and panchayet samiti member in malda kaliachak
তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জের, গুলি আহত পঞ্চায়েত প্রধানের ভাই

By

Published : Mar 9, 2021, 2:00 PM IST

মালদা, 9 মার্চ : নির্বাচন যত এগিয়ে আসছে, ততই যেন বেরিয়ে আসছে শাসক দল তৃণমূলের কঙ্কাল সার চেহারা ৷ মালদার কালিয়াচক 1 নং পঞ্চায়েত সমিতির সদস্য এবং সুজাপুর গ্রাম পঞ্চায়েত প্রধানের মধ্যে দ্বন্দ্ব এবার গুলি চালানোর ঘটনায় পরিণত হল ৷ এই ঘটনায় জখম হয়েছেন পঞ্চায়েত প্রধান আরিফ আলির ভাই ৷ ঘটনায় 3 জনকে আটক করা হলেও, পুলিশের তরফে গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে ৷

সূত্রের খবর, গত শনিবার পঞ্চায়েত সমিতির সদস্য নাসিম মণ্ডল এবং পঞ্চায়েত প্রধান আরিফ আলি একে অপরের উপর গুলি চালায় ৷ তবে, বিষয়টি প্রকাশ্যে আসে যখন গুলিতে জখম আরিফ আলির ভাই হাসপাতালে চিকিৎসা করাতে যায় ৷

জানা গিয়েছে আরিফ আলি এবং নাসিম মণ্ডল দু’জনেই স্থানীয় তৃণমূল নেতা সোহরুল বিশ্বাসের সঙ্গে কাজ করতেন ৷ কিন্তু, আরিফ আলি সুজাপুর পঞ্চায়েতের প্রধান হওয়ার পর থেকেই নিজের মতো কাজ করতে শুরু করেন ৷ যা নিয়ে নাসিমের সঙ্গে তাঁর বহুবার ঝামেলা হয়েছে ৷ তবে, তখন স্থানীয় তৃণমূল নেতৃত্ব দু’জনের মধ্যে মীমাংসা করানোর চেষ্টা করেছিল ৷ তবে, তা যে কেবলই উপর উপর, তা এই ঘটনায় স্পষ্ট ৷ জানা গিয়েছে গুলিতে জখম হওয়ার পর আরিফের ভাই স্থানীয় সিলামপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসা করাতে যায় ৷ সেখানেই হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশে জানায় ৷ সেখান থেকে আরিফের ভাইকে আটক করে পুলিশ ৷ এর পর তার থেকে আরিফ এবং নাসিমের খবর পেয়ে তাদেরও আটক করা হয়েছে ৷

আরও পড়ুন : তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে মৃত্যুর ঘটনায় ধৃতের বাড়ি থেকে উদ্ধার অস্ত্র

গোটা ঘটনা স্বীকার করে কালিয়াচক 1নং ব্লকের সভাপতি রাহুল বিশ্বাস জানিয়েছেন, কেন এমনটা হল, তা তিনি জানেন না ৷ তবে, পুলিশ পুরো বিষয়টির তদন্ত করছে ৷ তারই পরবর্তী পদক্ষেপ নেবে ৷

ABOUT THE AUTHOR

...view details