পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার 1 দুষ্কৃতী - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট

মালদার ইংরেজবাজার এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল পুলিশ ৷ ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার হয়েছে ৷

west bengal assembly election 2021 Police arrested a miscreant with a firearm from Malda englishBazaar area
মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ গ্রেফতার 1 দুষ্কৃতী

By

Published : Mar 14, 2021, 7:56 PM IST

মালদা, 14 মার্চ : আজ থেকে তেরোদিনের মাথায় রাজ্য বিধানসভার ভোট ৷ আর তার আগে মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ শনিবার রাতে মালদা সদরের ঘোড়াপীড় মোড় এলাকা থেকে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম দীপঙ্কর দাস ৷ ভোটের আগে মালদা জেলার বিভিন্ন এলাকায় নাকাতল্লাশি চলাকালীন এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷

বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ে যথেষ্ঠ সতর্ক প্রশাসন ৷ নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে চলছে পুলিশের নাকা তল্লাশি ৷ তেমনি মালদার ইংরেজবাজারে পুলিশের নাকা তল্লাশি চলাকালীন এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত দীপঙ্কর দাসকে নাকা তল্লাশির সময় পুলিশ আটকায় ৷ কোথায় যাচ্ছে জানতে চাওয়া হলে, সে কোনও সঠিক উত্তর দিতে পারে না ৷ এরপর আরও বেশ কিছু প্রশ্নের উত্তরে অসঙ্গতি ধরা পড়লে, পুলিশ তার তল্লাশি চালায় ৷ সেই তল্লাশিতেই পাইপগান ও কার্তুজ উদ্ধার হয়েছে ৷

আরও পড়ুন : ফের আগ্নেয়াস্ত্র উদ্ধার কোচবিহারে, ধৃত ৪

এ নিয়ে ইংরেজবাজার থানার আইসি মদনমোহন রায় বলেন, ‘‘নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন জায়গায় নাকা চেকিং চালাচ্ছে প্রশাসন ৷ গতকাল রাতে সাদা পোশাকে পুলিশের একটি দল ঘোড়াপীড় এলাকায় এক ব্যক্তিকে সন্দেহজনক অবস্থায় ঘোরাঘুরি করতে দেখে তাকে আটক করে ৷ জিজ্ঞাসাবাদে অসঙ্গতি থাকায় তার তল্লাশি চালানো হয় ৷ সেই তল্লাশিতে একটি পাইপগান এবং এক রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার হয়েছে ৷’’ তিনি আরও জানান, দীপঙ্কর দাস নামে ওই দুষ্কৃতীর বাড়ি মালদা শহরে ৷ কোথায় এবং কী কারণে সেই পাইপগানটি সে নিয়ে যাচ্ছিল তা জানতে পুলিশ অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ৷

ABOUT THE AUTHOR

...view details