মালদা, 14 মার্চ : আজ থেকে তেরোদিনের মাথায় রাজ্য বিধানসভার ভোট ৷ আর তার আগে মালদায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজ সহ এক দুষ্কৃতীকে গ্রেফতার করল ইংরেজবাজার থানার পুলিশ ৷ শনিবার রাতে মালদা সদরের ঘোড়াপীড় মোড় এলাকা থেকে পুলিশ ওই দুষ্কৃতীকে গ্রেফতার করেছে ৷ ধৃতের নাম দীপঙ্কর দাস ৷ ভোটের আগে মালদা জেলার বিভিন্ন এলাকায় নাকাতল্লাশি চলাকালীন এই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে ৷
বিধানসভা নির্বাচনের আগে আইনশৃঙ্খলা নিয়ে যথেষ্ঠ সতর্ক প্রশাসন ৷ নির্বাচন কমিশনের নির্দেশে রাজ্য জুড়ে চলছে পুলিশের নাকা তল্লাশি ৷ তেমনি মালদার ইংরেজবাজারে পুলিশের নাকা তল্লাশি চলাকালীন এক দুষ্কৃতীকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার করেছে পুলিশ ৷ ধৃতের কাছ থেকে একটি পাইপগান ও কার্তুজ উদ্ধার হয়েছে ৷ জানা গিয়েছে, ধৃত দীপঙ্কর দাসকে নাকা তল্লাশির সময় পুলিশ আটকায় ৷ কোথায় যাচ্ছে জানতে চাওয়া হলে, সে কোনও সঠিক উত্তর দিতে পারে না ৷ এরপর আরও বেশ কিছু প্রশ্নের উত্তরে অসঙ্গতি ধরা পড়লে, পুলিশ তার তল্লাশি চালায় ৷ সেই তল্লাশিতেই পাইপগান ও কার্তুজ উদ্ধার হয়েছে ৷