পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মালদায় পৌঁছল বিজেপির রথ, 2 মার্চ শেষ হবে যোগীর হাতে - পশ্চিমবঙ্গ বিধানসভা ভোট 2021

মালদায় পৌঁছল বিজেপির পরিবর্তন যাত্রার রথ । দিলীপ ঘোষ-সহ দলের শীর্ষ নেতৃত্ব সেখানে উপস্থিত ছিলেন । 2 মার্চ যোগী আদিত্যনাথের হাত ধরে এই যাত্রার সমাপ্তি হবে ।

west-bengal-assembly-election-2021-bjps-paribartan-yatra-rath-reached-at-malda
মালদায় পৌঁছল বিজেপির রথ, 2 মার্চ শেষ হবে যোগীর হাতে

By

Published : Feb 28, 2021, 2:59 PM IST

মালদা, 28 ফেব্রুয়ারি: উত্তরবঙ্গের সাত জেলা শেষে আজ মালদায় এল বিজেপির পরিবর্তন যাত্রার রথ । আজ দুপুরে নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর দক্ষিণ দিনাজপুরের তপন থেকে বামনগোলার আমতলিঘাট হয়ে মালদায় ঢোকে সেই রথ। রথকে স্বাগত জানাতে সকাল থেকেই নির্ধারিত রোডের দু'ধারে গেরুয়া পতাকার সঙ্গে অপেক্ষায় ছিলেন দলের কর্মী-সমর্থকরা । রথে ছিলেন দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিশ্বপ্রিয় রায়চৌধুরী, সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, চলচ্চিত্র অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়-সহ সাংসদ, বিধায়ক এবং দলীয় নেতৃত্ব । গতকাল বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষিত হওয়ায় আজ এই রথ বিজেপির নির্বাচনী প্রচারের অন্যতম হাতিয়ার হয়ে ওঠে । ফলে মাঝেমধ্যেই থমকেছে রথের গতি । মানুষের কাছে পৌঁছোনোর চেষ্টা করেছে বিজেপি নেতৃত্ব । আগামী 2 মার্চ গাজোলে যাত্রার সমাপ্তি ঘোষণা করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ।

সকাল দশটায় যে রথ বামনগোলার পাকুয়াহাট আসার কথা ছিল, তা এসে পৌঁছয় দুপুর আড়াইটায় । সেখানে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে দিলীপ ঘোষ রাজ্য সরকারের তীব্র সমালোচনা করেন । তাঁর কথায় উঠে আসে বেকারত্ব, কৃষক ও শ্রমিক সমস্যার কথা । তিনি বলেন, "আমরা শুধু সরকার বদলের জন্য নয়, রাজ্যের আসল পরিবর্তনের জন্য ক্ষমতায় আসতে চাইছি । এমন সরকার গড়ব, যেখানে স্কুলে পড়াশোনা হবে, হাসপাতালে চিকিৎসা হবে, থানায় গিয়ে মানুষ ন্যায় পাবে, মানুষ বাড়ির সামনে জল আর পাকা রাস্তা পাবে, বাংলাদেশি উদ্বাস্তুরা ভারতীয় নাগরিকত্ব পাবে । আমরা চাই, জনপ্রতিনিধিরা মানুষের কথা শুনবেন, মানুষের স্বার্থ দেখবেন । কিষান সম্মাননিধি, আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা বাংলার মানুষও পাবে। সরকারি প্রকল্পের টাকার চুরি বন্ধ হবে।"

আরও পড়ুন:ব্রিগেড থেকে পশ্চিমবঙ্গের ভোল বদলানোর ডাক সূর্যকান্তের

নিজের বক্তব্যে দলের উত্তরবঙ্গের পর্যবেক্ষক সায়ন্তন বসু বলেন, "খেলা তো হবেই। দাদার পুলিশ খেলতে চলে এসেছে। এখানে আমাদের উপর যে তৃণমূলী গুন্ডারা অত্যাচার করছে, তাঁদের নাম এখানকার বিধায়ককে দিয়ে দিন । বিধায়ক সেই নাম সিআরপিএফকে পাঠিয়ে দেবেন । তৃণমূলের গুন্ডাদের ভোটের দিন বাইরে বের হতে দেওয়া যাবে না । দিদিমণি আট দফার ভোট শুনে চোখে সর্ষেফুল দেখছেন । আট কেন, প্রয়োজনে 80 দফায় এখানে ভোট হবে ।"

ABOUT THE AUTHOR

...view details