মালদা, 4 মার্চ : এবার নস্যশেখ ৷ তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার আগেই উত্তরবঙ্গের 54 টি আসনের মধ্যে অন্তত পাঁচটি আসনের দাবি জানাল নস্যশেখ উন্নয়ন পরিষদ ৷ আজ চাঁচল 1 নম্বর ব্লকের রানিকামাত এলাকায় একটি সাংগঠনিক সভার পর সাংবাদিক বৈঠক ডেকে এই দাবি তোলা হল সংগঠনের তরফে ৷ সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির কার্যকরী সভাপতি মহম্মদ সারওয়ার্দি, মালদা জেলা কমিটির আহ্বায়ক আবদুল খালেক, চাঁচল 1 নম্বর ব্লক কমিটির আহ্বায়ক শাহজাহান আলি সহ আরও অনেকে ৷ মালদার সভায় অংশ নিলেন দুই দিনাজপুরের প্রতিনিধিরাও ৷
এদিন মহম্মদ সারওয়ার্দি বলেন, “উত্তরবঙ্গের 54টি আসনের মধ্যে আমরা তৃণমূলনেত্রীর কাছে মাত্র পাঁচটি আসনের দাবি রেখেছি ৷ এই পাঁচটির মধ্যে রয়েছে ইটাহার, হরিরামপুর এবং চাঁচল ৷ বাকি দুটি আসন উত্তরের যে কোনও নস্যশেখ অধ্যুষিত এলাকায় দিলেই চলবে ৷ আমরা তৃণমূলের প্রতীকেই ভোটে লড়তে চাই ৷ আমরা নিজেদের কথা বিধানসভায় বলতে চাই ৷ এখনও পর্যন্ত সেভাবে কোনও আশ্বাস পাইনি ৷ বিষয়টি নিয়ে আলোচনা চলছে ৷ তবে আসন না দিলেও আমরা তৃণমূলের পক্ষেই ভোট করব ৷ যেহেতু আমরা চাই হায়দরাবাদের মিম আর আব্বাস সিদ্দিকিরা যাতে মানুষকে বিভ্রান্ত করতে না পারে ৷ আমরা ভোটে না দাঁড়ালে এই আসনগুলির ফল কিছুটা ওলটপালট হয়ে যেতে পারে ৷ যে আসনগুলিতে নস্যশেখ ভোট ফ্যাক্টর, সেখানে আমাদের কেউ ভোটে দাঁড়ালে তৃণমূলেরই ভালো ফল হতে পারে ৷”