মালদা, 25 ফেব্রুয়ারি : নন্দীগ্রাম থেকে হরিশ্চন্দ্রপুর ৷ তৃণমূল থেকে বিজেপি ৷ একুশের ভোটে এবার সামনে এসেছে শুদ্ধিকরণের রাজনীতি ৷ নন্দীগ্রামের শহিদ বেদীতে শুভেন্দু অধিকারীর শ্রদ্ধা জ্ঞাপনের পর গঙ্গাজল দিয়ে সেই বেদী ধুয়ে শুদ্ধ করেছিল তৃণমূল ৷ ঠিক একইভাবে তৃণমূল নেতার নির্বাচনী সভার পর মাঠে লাগানো নিজেদের কার্যালয়ের সামনের অংশ গঙ্গাজলে পবিত্র করল বিজেপি ৷ একইভাবে শুদ্ধ করা হয়েছে গোটা মাঠ ৷ শাসকদলকে অশিক্ষিত বলেও কটাক্ষ করেছে গেরুয়া শিবিরের কর্মীরা ৷
একুশের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি ৷ কিন্তু ইতিমধ্যে তেড়েফুঁড়ে ময়দানে নেমে পড়েছে শাসকদল ৷ 19-র লোকসভা নির্বাচনে মালদা জেলায় তৃণমূলের রেকর্ড খুব খারাপ ৷ ফলে এবার মালদা জেলাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে তৃণমূলের থিঙ্কট্যাঙ্ক ৷ ইতিমধ্যে জেলায় ঘুরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ৷ গত দু’দিন ধরে মাটি কামড়ে পড়ে রয়েছেন মন্ত্রী গোলাম রব্বানি ৷ আগামীকাল পর্যন্ত জেলায় থাকবেন তিনি ৷ হরিশ্চন্দ্রপুর টাউন লাইব্রেরি মাঠে তিনি একটি নির্বাচনী সভা করেন ৷ সভা শেষে মাঠ জুড়ে ছড়িয়ে ছিল চায়ের কাপ, প্লাস্টিক সহ নানাবিধ বর্জ্য ৷ সভার পর রাত পোহাতেই সেই মাঠে হাতে ঝাড়ু নিয়ে নেমে পড়েন বিজেপি নেতা-কর্মীরা ৷ যা নিয়েই এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক তরজা৷