এনসিপিসিআর চেয়ারপার্সনের বিরুদ্ধে এফআইআর দায়ের সুদেষ্ণা রায়ের মালদা, 1 এপ্রিল: জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে পুলিশে নিগ্রহের অভিযোগ দায়ের করলেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন ৷ এনসিপিসিআর-এর চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগোর বিরুদ্ধে তিনি থানায় নারী নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন রাজ্য শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন সুদেষ্ণা রায় ৷ এই বিষয়ে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গেও কথা বলবেন বলেও জানান সুদেষ্ণা ৷
শনিবার সকালে মালদার গাজোলে গণধর্ষণের শিকার কিশোরীর সঙ্গে দেখা করতে যান জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সন প্রিয়াঙ্ক কানুনগো এবং মেম্বার সেক্রেটারি রূপালি বন্দ্যোপাধ্যায় ৷ অভিযোগ, বাধার সম্মুখীন হন তাঁরা ৷ রাজ্য শিশু সুরক্ষা কমিশনের বিরুদ্ধেই এই অভিযোগ তোলেন প্রিয়াঙ্ক কানুনগো ৷ এনিয়ে প্রত্যন্ত ওই গ্রামে ছড়িয়ে পড়ে উত্তেজনা ৷ ঝামেলা বেঁধে যায় বিজেপি ও তৃণমূলের মহিলা কর্মীদের মধ্যে ৷ যদিও এরপরে রাজ্য শিশু সুরক্ষা কমিশনের প্রতিনিধিরা গ্রাম থেকে বেরিয়ে গেলে নির্যাতিতা-সহ তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্য ৷
গ্রাম থেকে বেরোনোর সময় এদিন সুদেষ্ণা রায় বলেন, "বাচ্চাটি সকাল থেকে ঘরবন্দি ৷ জাতীয় শিশু সুরক্ষা কমিশনের দুই সদস্য প্রচুর লোকজন নিয়ে এখানে এসেছেন ৷ আমরা যখন এসেছি, কোনও লোকজন ছিল না ৷ জাতীয় কমিশনের সদস্যরা রাজনৈতিক লোকজন নিয়ে এসেছিলেন ৷ তাঁর সঙ্গে নির্যাতিতার ঘরে ঢুকেছিলেন বিজেপির বিধায়কও ৷ অথচ জাতীয় কমিশন আমাকে তাঁদের সঙ্গে ঘরে থাকতে দেয়নি ৷ আমাকে সেখানে থাকতে না দেওয়া হলে একজন রাজনৈতিক ব্যক্তিত্ব কীভাবে সেখানে থাকতে পারেন ? সুপ্রিম কোর্ট বলেছে, আমরা একসঙ্গে কোনও ঘটনার তদন্ত করতে পারি ৷ কিন্তু উনি বারবার একই ঘটনা ঘটিয়ে চলেছেন ৷ তিনি যাঁদের সঙ্গে নিয়ে এসেছেন, তাঁরাই আমার বিরুদ্ধে গ্রামবাসীদের প্ররোচনা দিয়েছেন ৷"
আরও পড়ুন: গাজোলে কেন্দ্র-রাজ্য শিশু সুরক্ষা কমিশন সংঘাত
এরপর সুদেষ্ণা রায় এনসিপিসিআর অধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ করে আরও জানান, তিলজলা থেকেই ওরা এমন ঘটনা ঘটাচ্ছেন ৷ প্ররোচনা দিয়ে খুঁচিয়ে ঘা করার চেষ্টা করছেন ৷ এরপরেই তিনি জানান, শুক্রবার তিলজলায় এনসিপিসিআর-এর প্রতিনিধিরা যে ঘটনা ঘটিয়েছেন তার বিরুদ্ধে তিনি মহিলা কমিশন-সহ কলকাতা পুলিশ কমিশনার, ডিসি সাউথ-ইস্ট ও তিলজলা থানায় জাতীয় শিশু সুরক্ষা কমিশনের চেয়ারপার্সনের বিরুদ্ধে অভব্য আচরণ ও নারী নিগ্রহের অভিযোগ দায়ের করেছেন ৷