মালদা, 16 ফেব্রুয়ারি : তৃণমূলের যে সকল নেতা-নেত্রীরা টিকিট না পেয়ে নির্দল হিসাবে ভোটে দাঁড়িয়েছে, তাঁদের উদ্দেশ্যে রীতিমতো হুমকি দিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim Sent A Strong Message to Independent Candidates in Malda) ৷ তাঁদের সবাইকে লিফলেট বিলি করে ভোটারদের কাছে নিজেদের প্রার্থীপদ প্রত্যাহার করে নিতে নির্দেশ দিয়েছেন ফিরহাদ ৷ আজ মালদায় পৌরসভার প্রচারে গিয়ে এভাবেই নির্দল প্রার্থীদের কার্যত হুমকি দিলেন জেলার দু’টি পৌরসভার নির্বাচনী পর্যবেক্ষক ফিরহাদ হাকিম ৷ আজ পুরাতন মালদার নারায়ণপুরের একটি হোটেলে দুই পৌরসভার 49 জন তৃণমূল প্রার্থীর সঙ্গে বৈঠক করেন তিনি ৷ বৈঠক করেন জেলা পরিষদের দলীয় সদস্যদের সঙ্গেও ৷
আগামী 27 ফেব্রুয়ারি ইংরেজবাজারের 29টি এবং মালদার 20টি ওয়ার্ডে নির্বাচন রয়েছে ৷ তার আগে 23 ফেব্রুয়ারি মালদা জেলা পরিষদের সভাধিপতি নির্বাচন রয়েছে ৷ এই দুই নির্বাচনের কৌশল ঠিক করতে আজ মালদা আসেন ফিরহাদ হাকিম ৷ দুপুরে হোটেলে তৃণমূলের জেলাস্তরের সব নেতা-নেত্রীর সঙ্গে বৈঠক করেন তিনি ৷ আজ সন্ধ্যায় পুরাতন মালদা ও ইংরেজবাজারে দু’টি নির্বাচনী সভা রয়েছে ফিরহাদের ৷ তবে, দলের গোঁজ প্রার্থীদের নিয়ে তিনি যে চিন্তিত, তা তাঁর মন্তব্যেই স্পষ্ট হয়ে গিয়েছে ৷