পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

যশের ফলে ব্যাপক বৃষ্টিতে জলমগ্ন মালদা শহর - ২৫০ কোটি টাকার ক্ষয়ক্ষতি

যশ তাণ্ডবে বিপর্যস্ত বাংলার ব্য়াপক অঞ্চল ৷ বৃষ্টিতে ডুবে গিয়েছে মালদা ৷ 1998-এর পর এত বৃষ্টি হয়নি এই অঞ্চলে ৷ বাজারে জল জমে ক্ষতি হয়েছে দোকানদারদের ৷

জলমগ্ন বাজার এলাকা
জলমগ্ন বাজার এলাকা

By

Published : May 28, 2021, 2:31 PM IST

মালদা, 28 মে : যশের পরবর্তী প্রভাবে দফায় দফায় বৃষ্টিতে কার্যত জলের তলায় মালদা শহর । জলমগ্ন নেতাজি পৌরবাজারও । প্রায় 250 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদকের । অন্যদিকে, গোটা পরিস্থিতির জন্য জমিমাফিয়াদের জলাজমি ভরাটকে দায়ী করেছেন প্রাক্তন কাউন্সিলর ।

জল জমেছে শহরের সমস্ত বাজারগুলিতে । মালদা শহরের সবচেয়ে বড়ো বাজার নেতাজি পৌরবাজারে এক হাঁটু জল । সকাল হতেই ব্যবসায়ীরা ছুটে গিয়েছেন দোকানের পরিস্থিতি দেখতে । তবে অবস্থা দেখে মাথায় হাত ব্যবসায়ীদের । অনেকেই জল ডিঙিয়ে দোকানের বেঁচে থাকা কিছু সামগ্রী মাথায় করে নিয়ে এসেছেন । অনেকে আবার দোকান পর্যন্ত পৌঁছতেই পারেননি । মার্চেন্ট চেম্বারের থেকে বিষয়টি জানতে পেরে পৌরবাজারে এসেছিলেন জেলাশাসক ও মহকুমাশাসক । তড়িঘড়ি পৌরবাজারে পাম্পের সাহায্যে জল নিষ্কাশনের ব্যবস্থা করেন তাঁরা ।

আরও পড়ুন : ভূতের ভয়ে নতুন বাড়ি ছাড়ল গোটা পরিবার

মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সম্পাদক জয়ন্ত কুণ্ডু বলেন, "নেতাজি পৌরবাজারের অবস্থা খুবই খারাপ । 1998 সালে যে বৃষ্টি হয়েছিল, তারপরে গতকালের বৃষ্টিতে নেতাজি পৌরবাজারের এই অবস্থা । সরকারি হিসেব অনুযায়ী গত 24 ঘণ্টায় 309 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে মালদা জেলায় । জেলার সমস্ত মার্কেট ক্ষতিগ্রস্ত হয়েছে । তবে মালদা শহরের নেতাজি পৌরবাজার ও চিত্তরঞ্জন বাজারে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে । গতকালই আমরা জেলাশাসককে চিঠি পাঠিয়েছিলাম । আজ জেলাশাসক নিজে ঘটনাস্থল পরিদর্শন করেছেন । বাজার থেকে জল নিষ্কাশনের জন্য পাম্পের ব্যবস্থা উনি করেছেন । এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর সকাল থেকেই আমাদের সঙ্গে আছেন । জল বেরলে ক্ষতির সঠিক পরিমাণ বলা সম্ভব হবে । তবে এখনও অবধি যা মনে হচ্ছে নেতাজি পৌরবাজারে আনুমানিক 250 কোটি টাকার ক্ষতি হয়েছে । আমরা রাজ্য সরকারের কাছে অনুরোধ করব এই ক্ষুদ্র ব্যবসায়ীদের লোনের ব্যবস্থা করে দেওয়ার ।”

স্থানীয় প্রাক্তন কাউন্সিলর আশিস কুণ্ডু বলেন, "গতকাল থেকে মালদা জেলায় প্রায় 309 মিলিমিটার বৃষ্টি হয়েছে । সাম্প্রতিক কালে আমরা জেলায় এমন বৃষ্টিপাত দেখিনি । গোটা শহর জলের তলায় চলে গিয়েছে । জল নিষ্কাশনের আউটলেট ব্লক হয়ে যাওয়ায় শহরে এখনও জল জমে আছে । শহরের সমস্ত মার্কেটগুলিতে জল জমে ব্যবসায়ীদের ব্যাপক ক্ষতি হয়েছে । গতকাল রাতে ব্যবসায়ীদের ঘুম হয়নি । একে করোনা আমাদের জীবন শেষ করে দিয়েছে, আর গতকালের বৃষ্টি মানুষের পেটের ভাত কেড়ে নিয়েছে । শহরের জল বেরনোর জন্য যে জলাভূমিগুলি ছিল, সেগুলো জমি-মাফিয়ারা মাটি ভরাট করে বন্ধ করে দিয়েছে । এর আগেও এ নিয়ে আমরা লড়াই করেছি । বেআইনিভাবে জলাজমি ভরাট মানুষের কত বড়ো ক্ষতি করতে পারে, জলমগ্ন শহর তারই উদাহরণ ।"

ABOUT THE AUTHOR

...view details