মালদা, 28 মে: মাত্র দু’ঘণ্টার প্রাক বর্ষার বৃষ্টি । তাতেই ভাসল মালদা শহর । জল জমে গেল মালদা মেডিক্যাল কলেজেও ৷ মেল মেডিক্যাল ওয়ার্ড-সহ একাধিক ওয়ার্ড, এমনকি অপারেশন থিয়েটারেও জল থইথই । তাতেই সমস্যায় পড়েছেন রোগী ও তাদের আত্মীয় স্বজনরা । হঠাৎ বৃষ্টিতে জল জমায় সমস্যায় পড়েছেন চিকিৎসক থেকে রোগী সকলেই (Malda Water Logging) ৷
আজ, শনিবার দুপুরে ঘণ্টা দু’য়েক মুষলধারে বৃষ্টি হয় মালদা শহর-সহ বেশ কিছু এলাকায় । তাতেই জলমগ্ন হয় ইংরেজবাজার পৌরসভার বেশ কিছু ওয়ার্ড । বৃষ্টির জেরে জল জমে যায় মেডিক্যাল কলেজেও । জমা জলে আপাতত চিকিৎসা পরিষেবা অব্যাহত রেখেছেন চিকিৎসকরা । মেডিক্যাল কলেজ সূত্রে জানা গিয়েছে, জমা জল থেকে রোগীদের রেহাই দিতে সাফাইকর্মীরা জল নিষ্কাশনের কাজ শুরু করে দিয়েছেন ।
আরও পড়ুন: মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসককে চড় মারার অভিযোগ পুলিশকর্মীর বিরুদ্ধে
এই প্রসঙ্গেই মালদা মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন এক রোগীর আত্মীয় শিবকিংকর দাস বলেন, “মেডিকেল কলেজে বৃষ্টির জল জমে গিয়েছে। নিচের সমস্ত ঘরে, ওয়ার্ডে জল জমেছে । রোগীদের পাশাপাশি আমরাও সমস্যায় পড়েছি । এখনও জল নামেনি।”
জল থইথই মালদা মেডিক্যাল কলেজ উল্লেখ্য, গত বছর লাগাতার বৃষ্টিতে ইংরেজবাজার পৌরসভা এলাকার বেহাল নিকাশি ব্যবস্থার চিত্র সামনে এসেছিল । নিকাশি নালা সংস্কারের দাবিতে সরব হয়েছিল সারা শহর । প্রায় 24 ঘণ্টা জলমগ্ন ছিল মেডিক্যাল কলেজও। কয়েকদিন জলমগ্ন ছিল পৌরসভার বেশ কয়েকটি ওয়ার্ড । সেই সময় পাম্প ব্যবহার করে জল নামানোর ব্যবস্থা করেছিল প্রশাসন । পরবর্তীতে পৌরসভার পক্ষ থেকে শহরের জল নিষ্কাশনের জন্য 8টি পাম্প হাউস তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল । আজকের ঘণ্টাখানেকের বৃষ্টি বর্ষার আগে যেন জমা জলের সেই যন্ত্রণার পূর্বাভাস দিচ্ছে ।