মালদা, 28 ফেব্রুয়ারি : শাসকদলের বিরুদ্ধে ভোট চুরি, ছাপ্পা, অবাধ সন্ত্রাসের অভিযোগ তুলেছিল বিরোধীরা ৷ প্রতিবাদে সোমবার রাজ্যে 12 ঘণ্টার বাংলা বনধেরও ডাক দিয়েছে বিজেপি ৷ এবার মালদার ইংরেজবাজার পৌরসভায় খোদ নির্বাচন কমিশনের বিরুদ্ধেই ভোট চুরির অভিযোগ তুলল বিরোধীরা। নির্বাচনের দিন দেদার ছাপ্পার পরেও সংশ্লিষ্ট পৌরসভার তাবড় তৃণমূল নেতারা জিততে পারবেন কি না, তা নিশ্চিত নয়। আর সেই কারণে কমিশনও আসরে নেমেছে বলে অভিযোগ বিরোধীদের (Vote rigging allegation against state election commission at English Bazar municipality in Malda) ৷
ঘটনার স্বপক্ষে যুক্তিযুক্ত প্রমাণ নিয়ে আদালতের দ্বারস্থ হওয়ার কথা ভাবছে বিজেপি। একই পথে যেতে পারে বামেরাও। বিরোধীদের প্রশ্ন ইংরেজবাজার পৌরসভায় ভোটদানের হার নিয়ে। সেখানে সর্ষের মধ্যেই ভূত দেখছেন তারা। নির্বাচনের দিন প্রতি দু’ঘণ্টা অন্তর কমিশনের তরফে ভোটদানের পরিসংখ্যান প্রতিটি রাজনৈতিক দলকে দেওয়া হয়েছিল। তাতে স্বাক্ষর ছিল রিটার্নিং অফিসারের। বিরোধীদের দাবি, বিকেল পাঁচটায় অবজারভারের স্বাক্ষরিত রিটার্নে ইংরেজবাজারে ভোটদানের হার ছিল 80.21 শতাংশ। তখনও ভোট দেওয়ার লাইনে ছিলেন বহু মানুষ ৷ তাদের ভোটদান সম্পন্ন হলে সামগ্রিক ভোটদানের হার আরও বাড়বে বৈ কমবে না ৷