পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Viral Mona Lisa Replica : অর্কনীলের মোনালিসায় মজেছে গোটা বিশ্ব, সৌজন্যে সোশ্যাল মিডিয়া - মালদা

মালদা শহরের ছেলে অর্কনীল সাহা ৷ কলকাতার আশুতোষ কলেজের এই ছাত্র মোনালিসার ছবি এঁকে রাতারাতি বিখ্যাত হয়ে গিয়েছেন ৷ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল তাঁর ছবি ৷ প্রশংসা কুড়িয়েছেন গোটা বিশ্বের ৷

viral Mona Lisa replica created by Malda artist
Viral Mona Lisa Replica : অর্কনীলের মোনালিসায় মজেছে গোটা বিশ্ব, সৌজন্যে সোশ্যাল মিডিয়া (PKG Pending)

By

Published : Nov 13, 2021, 4:24 PM IST

Updated : Nov 13, 2021, 4:54 PM IST

মালদা, 13 নভেম্বর : বয়স মাত্র 20 বছর ৷ আর এই বয়সেই শিল্পী হিসাবে সুনাম কুড়িয়েছেন মালদার অর্কনীল ৷ কিংবদন্তী শিল্পী লিওনার্দ দ্য ভিঞ্চির অনুকরণে অর্কনীলের আঁকা ‘মোনালিসা’ এখন দেশের গণ্ডী ছাড়িয়ে বিদেশেও আলোচিত ৷ সৌজন্যে সোশ্যাল মিডিয়া ৷ বৃহস্পতিবার ইটিভি ভারতের ক্যামেরার মুখোমুখি হলেন মালদার এই তরুণ ও উদীয়মান শিল্পী ৷

আরও পড়ুন :Harmonica artist : সর্বকনিষ্ঠ হার্মোনিকা শিল্পী হিসেবে ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম সৌমজিতের

মালদা শহরের বাসিন্দা অর্কনীল সাহা ৷ কলকাতার আশুতোষ কলেজের ভূতত্ত্ববিদ্যার ছাত্র ৷ বাবা আশিসকুমার সাহা অবসরপ্রাপ্ত শিক্ষক ৷ মা শিল্পী সাহা ঘরকন্নার কাজে ব্যস্ত থাকেন ৷ সাহা দম্পতির দুই ছেলেমেয়ে ৷ ঈশানী বড়, অর্কনীল ছোট ৷ মাত্র তিন বছর বয়সেই হাতে রং-তুলি আর প্যাস্টেল তুলে নিয়েছিল অর্কনীল ৷ পড়াশোনার পাশাপাশিই চলত ছবি আঁকা ৷ করোনাকালে তার আঁকা মোনালিসা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ৷ দেশ-বিদেশের অসংখ্য মানুষ এই ছবির তারিফ করেছেন ৷ এমনকী, অনেকে ছবিটি কিনে নেওয়ারও প্রস্তাব দিয়েছেন ৷ তবে অর্কনীল তাতে রাজি নন ৷ তিনি চান, তাঁর সৃষ্টি থাকুক দেশের মাটিতেই ৷ প্রসঙ্গত, ইতিমধ্যেই অর্কনীলের আঁকা ছবি প্রদর্শিত হয়েছে কলকাতার আইসিসিআর গ্যালারিতে ৷ সেখানেও তাঁর চিত্রকলা প্রশংসিত হয়েছে ৷

অর্কনীল নিজের প্রসঙ্গে বলেন, “তিন বছর থেকে বয়স থেকে ছবি আঁকছি ৷ আমার বয়স এখন 20 বছর ৷ 17 বছর তো হয়েই গেল ৷ ছবি আঁকার হাতেখড়ি হয়েছিল মালদা শহরের মনোজ ঠাকুরের কাছে ৷ তারপর প্রিয়ঙ্কর দাসের কাছে ছবি আঁকার তালিম নিই ৷ প্রথম থেকেই আমি একটি ছবি আঁকার পর পরবর্তী ছবি কী আঁকব, তা নিয়ে চিন্তা করি ৷ মোনালিসা নিয়ে পৃথিবীজুড়ে চর্চা চলে ৷ এই ছবি ঘিরে অনেক রহস্য ৷ কেন এই ছবি নিয়ে এত আলোচনা, তা জানার চেষ্টা করি ৷ শেষ পর্যন্ত মোনালিসা আঁকার ইচ্ছা হয়েছিল ৷ যতটা পেরেছি, মোনালিসাকে নিখুঁত করার চেষ্টা করেছি ৷ আমার মনে হয়েছে, লিওনার্দো দ্য ভিঞ্চি চেয়েছিলেন, তাঁর মোনালিসা যেন সবার কাছে পৌঁছে যায় ৷ ঠিক তেমনটাই হয়েছে। 1503 অথবা 1504 সাল থেকে 1517 সাল পর্যন্ত তিনি এই ছবি নিয়ে কাজ করেছেন ৷ প্রায় 14 বছর ধরে তিনি যেভাবে এই ছবি তৈরি করেছেন, তা সবাইকে ভাবায় ৷ আমিও ভাবি।... আমার আঁকা মোনালিসা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর বিভিন্ন দেশ থেকে অনেকে এর দাম জানতে চেয়ে আমাকে প্রশ্ন করেছেন ৷ অনেকেই ছবিটা কিনতে আগ্রহী ৷ কিন্তু, আমি চাই, আমার মোনালিসা আমার দেশেই থাকুক ৷ তবে ছবিটা যতবার দেখি, ততবারই মনে হয়, কিছু জায়গায় যেন খানিকটা খুঁত রয়েছে ৷ একে আরও ভাল করা যেত ৷ তাই প্রতিনিয়তই ছবিটা ঠিক করে চলেছি ৷ এরপর কোন ছবিতে হাত দেব, তা নিয়ে এখনও কোনও চিন্তাভাবনা করিনি ৷ ইচ্ছা আছে, পুরনো কোনও ছবি নিয়ে ফের কাজ করব ৷ আঁকা আমার কাছে ভালোবাসার জায়গা ৷ তাই ছবি আঁকাকে আমি নিজের পেশা হিসাবে বেছে নিতে চাই না ৷ বরং তা ভালবাসার জায়গাতেই থাকুক ৷’’

আরও পড়ুন :Baluchari saree : লুপ্তপ্রায় হস্তশিল্পকে বাঁচাতে বালুচরী শাড়িতে 'কারুকলা' শিল্পী অমিতাভর

সোশ্যাল মিডিয়ায় ছেলের আঁকা ছবি আলোড়ন ফেলায় ভীষণ খুশি আশিসকুমার সাহা ৷ তিনি বলেন, “সাফল্য সবসময় ভালই লাগে ৷ কিন্তু ছেলে এই বয়সে যে কাজ করেছে, বাবা হিসাবে তা আমার কাছে খুব গর্বের ৷ আমরা ছোট থেকেই ওর ছবি আঁকায় কোনও বাধা দিইনি ৷ আমরা চাই, ও ধারাবাহিকভাবে ভাল ছবি আঁকুক ৷ আরও সুনাম অর্জন করুক ৷”

শুধু মোনালিসা নয়, অর্কনীলের ঘরের চারদিকে ছবির ছড়াছড়ি ! একাধিক খ্যাতনামার পোর্টেট তাঁর ঘর আলো করে রয়েছে ৷ এমনকী ঘরের সিলিং ফ্যানেও তাঁর শিল্পকলার নমুনা রয়েছে ৷ অর্কনীল মূলত তেল রংয়ের কাজ করেন ৷ তবে জল রংয়েও তিনি সমান সাবলীল ৷ কলেজ খোলার সময় এগিয়ে এসেছে ৷ ফের যেতে হবে কলকাতায় ৷ তার আগে আপাতত শিল্প সাধনায় মগ্ন মালদার এই গুণী তরুণ শিল্পী ৷

Last Updated : Nov 13, 2021, 4:54 PM IST

ABOUT THE AUTHOR

...view details